সিনিয়র অফিসারদের ক্ষতি হলেও জাতীয় স্বার্থে তা স্বীকার করা উচিত- তাজউদ্দীন আহমদ
অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেন, বেতন কমিশন বিভিন্ন ধরনের গ্রেডের স্থলে জাতিকে মাত্র ১০টি গ্রেড দান করেছে। এর ফলে সিনিয়র অফিসারগণ অবশ্যই কিছুটা ক্ষগ্রিস্ত হবেন। তবে জাতীয় স্বার্থেই তা স্বীকার করে নেয়া উচিত। অর্থমন্ত্রী অগ্রণী ব্যাংকের নবনির্বাচিত কর্মচারী সমিতির কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে বুধবার রাতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বক্তৃতা দিচ্ছিলেন। মন্ত্রী কর্মচারীবৃন্দকে জাতীয় সমস্যাবলির দৃষ্টিকোণ থেকে তাদের নিজেদের সমস্যা অনুধাবন করার আহ্বান জানান। বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন, গরিব জনগণকে আমরা কি দিয়েছি? তারা এতই গরিব যে আগামীকাল তারা কি খাবে তাও তারা জানে না। কিন্তু আমরা এর প্রতিকার করতে চাই। প্রতিটি মানুষকে তাদের খাদ্যের নিশ্চয়তা বিধান করতে চাই। মন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি মানুষের উচিত দেশের প্রকৃত অবস্থাণ অনুধাবন করা। প্রতিটি মুহূর্তে সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের নীরব দর্শক হয়ে বসে থাকলে চলবে না। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আমাদের সক্রিয় ভূমিকা নিতে হবে। উৎপাদনের মাধ্যমেই জাতিকে সেবা করা যায়। এই মনােভাব নিয়ে উৎপাদন বৃদ্ধিতে আত্মনিয়ােগ করলে জাতীয় অর্থনৈতিক ব্যবস্থা অবশ্য সমৃদ্ধিশালী হবে।৭৫
রেফারেন্স: ১৯ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ