বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য বৃদ্ধি সম্পর্ক সন্তোষজনক
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন এখানে বলেন যে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সাথে তার আলােচনা অত্যন্ত সন্তোষজনক ও ফলপ্রসূ হয়েছে। ড. হােসেন এক সাংবাদিক সম্মেলনে বলেন, ওই আলােচনা দ্বিপাক্ষিক বিশেষ করে কিভাবে বাণিজ্য এবং সাংস্কৃতিক সংযােগ বৃদ্ধি করা যায় তৎসম্পর্কে এবং সাধারণভাবে আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেই সীমাবদ্ধ ছিল। ড. কামাল হােসেন বলেন, তৈল অনুসন্ধান এবং জাহাজ চলাচল ও টেলিযােগাযােগের উন্নয়নে অর্থ নিয়ােগের দ্বিমুখী বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে সরকারি এবং বেসরকারি উভয় তরফের উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। ড. হােসেন এই প্রসঙ্গে বলেন, বণিক সভার প্রতিনিধিদের সঙ্গেও তার আলােচনা হয়েছে। ড. হােসেন এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি দেশ সফর করছেন। তিনি আগামীকাল রেঙ্গুন যাত্রা করবেন এবং দেশে ফেরার আগে হ্যানয় সফর করবেন। ইতােমধ্যে তার। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সফর শেষ হয়ে গেছে।৬৬
রেফারেন্স: ১৬ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ