ভারত-বাংলা যুক্ত ঘােষণা অপরিবর্তিত থাকবে-হাকসার
কলকাতা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ দূত মি. পি. এন. হাকসার আজ এখানে বলেন, ১৭ এপ্রিল তারিখে ভারত বাংলাদেশ যুক্ত ঘােষণা অপরিবর্তিত থাকবে। পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশকে স্বীকৃতি দান অথবা উপমহাদেশের সংশ্লিষ্ট তিনটি দেশের কোনাে রাজনৈতিক অথবা আইনগত প্রশ্নের সাথে উক্ত ঘােষণার আদৌ কোনাে সম্পর্ক নেই। বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে আলােচনার পর ঢাকা থেকে এখানে উপনীত হয়ে সাংবাদিকদের নিকট তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত সিমলা চুক্তি এখনও কার্যকরি রয়েছে। তবে ভারত-বাংলাদেশ যুক্ত ঘােষণায় পাকিস্তানকে অত্যন্ত যুক্তিসঙ্গত প্রস্তাব দেয়া হয়েছে। মানবিক সমস্যা সমাধানের উদ্দেশ্যেই এই প্রস্তাব দেয়া হয়েছে। তিনি বলেন, যুক্ত ঘােষণার ভিত্তিতেই ভারত ও পাকিস্তানের মধ্যে অফিসার পর্যায়ে আলােচনা হবে। এই ঘােষণা অনেক দিন আগেই পাকিস্তানের পক্ষে মেনে নেয়া উচিত ছিল। কেউ কেউ বলেন যে, উক্ত ঘােষণার ভিত্তিতে কোনাে আলােচনার প্রয়ােজন নেই। তবে পাকিস্তান যদি এ ব্যাপারে আলােচনা করতে চায় সেজন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু উক্ত ঘােষণায় যে প্রস্তাব হয়েছে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দান করুক বা না করুক তার কোনাে পরিবর্তন করা যাবে না। তিনি বলেন, আমাদের যা সমাধান হয়েছে তা থেকে বলা যায় যে, গত বছর পাকিস্তানের বাংলাদেশকে স্বীকৃতি দান করা উচিত ছিল। কারণ সিমলা চুক্তির মধ্যে উপমহাদেশের সংশ্লিষ্ট দেশগুলাের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করে তােলার ভিত্তি নিহিত রয়েছে। কিন্তু একটি দেশ যদি অপর দেশকে স্বীকার করে নিতে না চায় তাহলে স্বাভাবিক সম্পর্ক কিরূপে গড়ে তােলা যেতে পারে। মি. হাকসার বলেন, মানবিক কারণে পাকিস্তানে আটক বাঙালিদেরকে এবং বাংলাদেশের যে সকল অবাঙালি পাকিস্তানে গমনে অভিপ্রায় জানিয়েছেন তাদের অভিপ্রেত স্থানে পৌছার সুযােগ দেয়া উচিত। যে সকল অবাঙালি পাকিস্তানে ফিরে যেতে চায় বাংলাদেশ তাদেরকে সুযােগ দানের মধ্যে অনেকে পক্ষপাতি কিছু পাকিস্তান আটক বাঙালিদের স্বদেশে ফিরে যেতে দিচ্ছে না। যে সকল অবাঙালি বাংলাদেশে বসবাসের অভিপ্রায় জানিয়েছে বাংলাদেশ উদারতার সাথে তাদের গ্রহণ করতে চায়। তিনি বলেন, বাংলাদেশে সরকারি মহলের সাথে আলােচনা করে তিনি জানতে পেরেছেন যে, বাংলাদেশের প্রায় আড়াই লক্ষ অবাঙালি পাকিস্তানে ফিরে যেতে চায়। সারা দুনিয়াই জানে যে, পাকিস্তানি যুদ্ধবন্দিরা জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়েছিল। পাকিস্তান মানবতার কথা বলে কিন্তু পাকিস্তান প্রকৃতই মানবদরদী হলে তার পক্ষে যুক্ত ঘােষণা মেনে নেয়া উচিত ছিল এবং তাহলে যুদ্ধবন্দিরা ও আটক বেসামরিক লােকজন অনেকদিন আগেই তাদের ইচ্ছামতাে স্থানে গমন করতে পারত।
ভারত আজ পাকিস্তানে চিঠি পাঠাবে : নয়াদিল্লির এক খবরে প্রকাশ, ভারত-পাকিস্তান অফিসার পর্যায়ে আলােচনার স্থান ও তারিখ সম্পর্কে আগামীকাল ভারতের তরফ থেকে পাকিস্তানের নিকট একটি চিঠি প্রেরণের সম্ভাবনা আছে।৩৪
রেফারেন্স: ৯ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ