খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই আমাদের অর্থনৈতিক মুক্তির পূর্বশর্ত
কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ বলেন, পর্যাপ্ত কৃষি উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই আমাদের বর্তমান অর্থনৈতিক মুক্তি সংগ্রামের পূর্বশর্ত। জনাব আবদুস সামাদ শেরে বাংলা নগরস্থ বাংলাদেশ কৃষি মহাবিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী মহােদয় আশা প্রকাশ করে বলেন যে, কৃষি ক্ষেত্রে দেশের সমস্ত জাতীয় সম্পদ প্রয়ােগ করা হলে আগামী দু’বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে উপনীত হওয়া যাবে। কৃষিমন্ত্রী প্রসঙ্গত বলেন যে, বঙ্গবন্ধুর সরকার আগামী পাঁচসালা পরিকল্পনায় কৃষি উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন, বর্তমান সুযােগ দেশের কৃষি মহাবিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের এবং সকল পর্যায়ের জনসাধারণকে নিজ নিজ কর্মস্থানে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে গড়ে তােলার দায়িত্ব গ্রহণ করা উচিত। জনাব আবদুস সামাদ বলেন, উন্নত কৃষি শিক্ষা ব্যবস্থার চাহিদার ভিত্তিতে দেশে আরও কয়েকটি কৃষি মহাবিদ্যালয় স্থাপন করা হবে। তিনি বলেন, দেশের বহুমুখী সমস্যার মধ্যে কৃষি মহাবিদ্যালয়ের সমস্যাগুলােও রয়েছে। এইসব সমস্যাবলি পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে মন্ত্রী মহােদয় উল্লেখ করেন। মন্ত্রী মহােদয় ছাত্রদের ত্যাগী মনােভাব নিয়ে দেশের উন্নতি ও সমৃদ্ধির কাজে আত্মনিয়ােগ করার আহ্বান জানান। পরে জনাব আবদুস সামাদ কৃষি মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ছাত্রদের ছাত্রাবাস পরিদর্শন করেন।৩৫
রেফারেন্স: ৯ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ