You dont have javascript enabled! Please enable it! 1973.07.06 | ভারত ও বাংলাদেশের যৌথ কর্মকৌশল উদ্ভাবনের উদ্দেশ্যে ইন্দিরার বিশেষ দূতের ঢাকা আগমন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ভারত ও বাংলাদেশের যৌথ কর্মকৌশল উদ্ভাবনের উদ্দেশ্যে ইন্দিরার বিশেষ দূতের ঢাকা আগমন

মন্ত্রী পর্যায়ে আসন্ন ভারত-পাকিস্তান আলােচনার ব্যাপারে একটি যৌথ কর্মকৌশল উদ্ভাবনের উদ্দেশ্যে বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে উচ্চ পর্যায়ের আলােচনার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর বিশেষ দূত শ্রী পি এন হাকসার ঢাকায় উপনীত হয়েছেন। বর্তমান মাসের কোনাে একসময়ে মন্ত্রী পর্যায়ে ভারত-পাকিস্তান আলােচনা হবে বলে স্থির হয়েছে। শ্রী হাসার ভারতীয় বিমানবাহিনীর রুশ নির্মিত টি, ইউ, ১০৪ জেট বিমানযােগে এখানে উপনীত হয়েছেন। সকালেই একটি ভারতীয় নিয়মিত যাত্রীবাহী বিমানযােগে তার এখানে পৌছানাের কথা ছিল। কিন্তু তিনি যে বিমানে আসছিলেন উক্ত বিমানে কিছুটা যান্ত্রিক গােলযােগ দেখা দেয়। ফলে তাড়াতাড়ি আলােচনার জন্য ঢাকায় উপনীত হওয়ার উদ্দেশ্যে তাকে এই ব্যবস্থা গ্রহণ করতে হয়। শ্রী হাকার সাংবাদিকদের নিকট বলেন, ভারত-বাংলাদেশ যৌথ ঘােষণার আলােকে ভারত-পাকিস্তান আলােচনা অনুষ্ঠানের কিছুটা সম্ভাবনা রয়েছে। তিনি বলেন আলােচনা যদি হয় তবে স্বভাবতই উভয় দেশই আলােচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ যে সব পত্র বিনিময় হয়েছে এর সাথে তার এখানে আসার কোনাে সম্পর্ক আছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, পূর্বাহ্নে বাংলাদেশের জ্ঞাতসারে ও বাংলাদেশের সাথে পরামর্শক্রমে প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানের সাথে পত্রালাপ করা হয়েছে। ঢাকায় স্বল্পকালীন অবস্থানকালে শ্রী হাসার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন এবং পররাষ্ট্র দফতরের অন্যান্য কর্মচারীর সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা যায়।২২

রেফারেন্স: ৬ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ