লন্ডনে আওয়ামী লীগের জনসভা
লন্ডন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান কষ্টার্জিত স্বাধীনতা বিনষ্ট করার কাজে লিপ্ত শক্তিগুলাের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি এখানে অনুষ্ঠিত এক বিরাট সমাবেশে ভাষণ দানকালে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য পাকিস্তানি ষড়যন্ত্রের পেছনে চীন ও আমেরিকার নাম উল্লেখ করেন। জনাব জিল্লুর রহমান ঘােষণা করেন যে, এই সব ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য। তিনি প্রসঙ্গত আরও বলেন যে, একটি রক্তাক্ত বিপ্লবের পর অর্থনৈতিক বিপর্যয় অবশ্যম্ভাবী। কিন্তু সরকার এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর সুযােগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সমাজ থেকে সব রকম অভিশাপ মুছে ফেলে একটি সমাজতান্ত্রিক দেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি গাউস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে ভাষণ দান করেন শ্রম ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী জনাব জহুর আহমদ চৌধুরী, জনাব মােস্তফা সারােয়ার এবং লন্ডনস্থ বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ আবদুস সুলতান। সভার এক পর্যায়ে এক শ্রেণির শ্রোতা গােলযােগ সৃষ্টির চেষ্টা করে কিন্তু পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে থাকে।৩৩
রেফারেন্স: ৮ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ