You dont have javascript enabled! Please enable it! 1973.07.04 | আলজেরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আগ্রহী- রাষ্ট্রপতি | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আলজেরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আগ্রহী- রাষ্ট্রপতি

বুধবার বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব বিচারপতি আবু সাঈদ চৌধুরী বলেন, আলজেরিয়ার জনগণ ও তার সরকারের স্বার্থে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার জন্যে বাংলাদেশের জনগণ ও তার সরকারের গভীর ইচ্ছা রয়েছে। বঙ্গভবনে আলজেরিয়ার প্রেসিডেন্টের বিশেষদূত মি. মােহাম্মদ ইয়াজিদ রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তাকে একথা বলেন। এই সাক্ষাৎকারে নতুন দিল্লিস্থ আলজেরিয়ার চার্জ সদ্য অ্যাফেয়ার্সের মি. এন আদজালি উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী বলেন জোট নিরপেক্ষ নীতিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রশ্নে মতামত বিনিময় করার জন্য বাংলাদেশ ও আলজেরিয়ার জনগণের মধ্যে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি হলাে জোট নিরপেক্ষ নীতি। রাষ্ট্রপতি বলেন, আরববাসীর প্রতি বিশেষ করে আলজেরিয়ার বীর জনগণের জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের জোর সমর্থন রয়েছে। তিনি বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে যে বিভ্রান্তি দেখা দিয়েছিল বিশিষ্ট ব্যক্তিদের এদেশ সফরের পর তার অবসান ঘটেছে, এর ফলে স্বাভাবিকভাবেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে অবশিষ্ট দেশগুলাে স্বীকৃতি দেবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী বলেন, ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে এই উপমহাদেশের বিভিন্ন মানবিক সমস্যা সমাধানের জোর প্রচেষ্টা চলছে। এই উপমহাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইশতেহার বিশেষ ভূমিকা পালন করছে। রাষ্ট্রপতি চৌধুরী পাকিস্তানে আটক বাঙালিদের বাংলাদেশে পাঠাবার উদ্দেশ্যে পাকিস্তান সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য আলজেরিয়ার জনগণ ও সরকারের প্রতি অনুরােধ জানান। তাছাড়া পাকিস্তানে আটক বাঙালিরা যে অমানবিক অবস্থায় দিন কাটাচ্ছে সে ব্যাপারেও তাদেরকে অবহিত করেন। তিনি বলেন, পাকিস্তানে বাঙালিদের আটক রেখে পাকিস্তান জাতিসংঘের মহান সনদের অবমাননা করছে।১৭

রেফারেন্স: ৪ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ