You dont have javascript enabled! Please enable it!

পাকিস্তানে আটক বাঙালিদের প্রথম দলকে আনার জন্য বঙ্গবন্ধুর অনুরােধে জাতিসংঘ বিমান দিচ্ছে

জাতিসংঘ পাকিস্তান থেকে প্রথম দল বাঙালিকে ফিরিয়ে আনার জন্য ভাড়া করা বিমানের একটি ফ্লাইটের বন্দোবস্ত করতে রাজি হয়েছে বলে গতকাল ঢাকায় জানা গেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলতি বছর মার্চ মাসে যে পত্র দিয়েছিলেন তাতে সাড়া দিয়ে জাতিসংঘ এই উদ্যোগ নিচ্ছে। গত বছর থেকে বাংলাদেশ ও ভারত যে মানবিক উদ্যোগ নিয়েছে তারই পরিপ্রেক্ষিতে বাঙালিদের ফিরিয়ে আনা হচ্ছে। সরকার নীতিগতভাবে বাঙালিদের বহনকারী ভাড়া করা জাতিসংঘ। বিমানকে অবতরণ করতে দিতে রাজি হয়েছেন বলে জানা গেছে। বাঙালিদের নিয়ে কখন এই ফ্লাইট আসবে এবং প্রথমদলে কতজন বাঙালি থাকবেন তা জানা যায় নি। বঙ্গবন্ধুর গৃহীত উদ্যোগে জাতিসংঘ সাড়া দানে পরিস্থিতির বাস্তব উন্নতি পরিলক্ষিত হচ্ছে বলে কূটনৈতিক মহল মনে করছেন।১০

রেফারেন্স: ৩ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!