ভারত ও সােভিয়েত ইউনিয়নের সমালােচনার নিন্দা
পটুয়াখালী। মঙ্গলবার বিকাল সাড়ে চার ঘটিকায় পটুয়াখালী স্টেডিয়ামে আওয়ামী লীগ ও ছাত্র লীগের যৌথ উদ্যোগে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সমবায় ও পল্লী মন্ত্রী জনাব মতিউর রহমান ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব এম এ রশিদ। উক্ত সভায় বক্তৃতা করেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সমাজসেবা সম্পাদক জনাব আবদুস শহীদ খান সেন্টু, জাতীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান মিয়া ও অন্যান্য জাতীয় সংসদ সদস্যগণ। সভায় সকল বক্তা দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখেন। প্রধান অতিথির ভাষণে জনাব মতিউর রহমান ভারত-রাশিয়ার সমালােচকদের কঠোর ভাষায় সমালােচনা করেন। তিনি বিগত স্বাধীনতা সংগ্রামে ভারত ও রাশিয়ার বিপ্লবাত্মক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং যুদ্ধকালীন সময়ের মতাে জনগণকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সংকটাপন্ন অবস্থার মােকাবেলা করার আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সােনার বাংলা গড়ে তােলার জন্য দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে জনগণের প্রতি আহ্বান জানান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সমাজ সেবা সম্পাদক জনাব এম এ রশিদ ও আবদুস শহীদ খান সেন্টু ১০ দফা কর্মসূচির ভিত্তিতে ব্যাপক ছাত্র গণ আন্দোলন গড়ে তােলার আহ্বান জানান। বর্তমান অবস্থায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অন্যায় ব্যাভিচার ও দুর্নীতি প্রবেশ করেছে, এ সমস্ত কিছুর মূলােৎপাটন করে সমাজকে বঙ্গবন্ধুর স্বপ্ন সােনার বাংলায় রূপায়ণ করতে আহ্বান জানান। এজন্য কঠোর ত্যাগ ও পরিশ্রমের কথা উল্লেখ করেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এছাড়াও উক্ত এলাকায় আরও কয়েকটি সভায় ভাষণদান করেন।১৪
রেফারেন্স: ৩ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ