You dont have javascript enabled! Please enable it! 1973.06.27 | ১৯৭৩-৭৪ সনের উন্নয়ন পরিকল্পনা ঘােষণা | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

১৯৭৩-৭৪ সনের উন্নয়ন পরিকল্পনা ঘােষণা

ঢাকা। বাংলাদেশের প্রথম পাঁচসালা পরিকল্পনায় সর্বমােট প্রায় ৫ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে। এর মধ্যে জরুরি ভিত্তিক বিনিয়ােগ হিসেবে ৫০ কোটি টাকা খরচ করা হবে। জাতীয় উৎপাদনের হার শতকরা ৫.৫ ভাগ বৃদ্ধি করার লক্ষ্য স্থির করা হয়েছে। আগামী জুলাই মাস থেকে বাংলাদেশের প্রথম পাঁচসালা পরিকল্পনা কার্যকরি হবে। ১৯৭৩-৭৪ আর্থিক বছরের পরিকল্পনা ঘােষণা কালে এই তথ্য ঘােষণা করা হয়। প্রথম পরিকল্পনায় বেসরকারি খাতে ২৫ কোটি টাকা বিনিয়ােগ করা হবে। সরকারি খাতে বিনিয়ােগের পরিমাণ নির্ধারিত হয়েছে তিন হাজার ৯শ পঞ্চাশ কোটি টাকা। ১৯৭৩-৭৪ আর্থিক পরিকল্পনায় সরকারি খাতে ৫২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচসালা পরিকল্পনায় প্রথম আর্থিক বছরে সরকারি খাতে বৃহৎ বিনিয়ােগের লক্ষ্য হচ্ছে। উৎপাদনের হার শতকরা ২০ ভাগ বৃদ্ধিতে ত্বরান্বিত করা। ১৯৭৩-৭৪ সালের বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় বেসরকারি খাতে বিনিয়ােগের পরিমাণ ১৫০ কোটি টাকা। এর মধ্যে জরুরি ভিত্তিক বিনিয়ােগের পরিমাণ হচ্ছে ৮০ কোটি টাকা। বাদবাকি ৭০ কোটি টাকা ব্যক্তি মালিকানাধীন আর্থিক বিনিয়ােগের অন্তর্ভুক্ত। উচ্চমানের উৎপাদন হার বৃদ্ধি ত্বরান্বিত করা জন্য প্রথম বছরে সাংগঠনিক যােগ্যতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরােপ করা হয়েছে। ১৯৭৩-৭৪ সালের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা দেশের বর্তমান অর্থনৈতিক সংকটজনক অবস্থার পরিপ্রেক্ষিতে প্রণয়ন করা হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের চাইতে এতে অর্থনৈতিক পুনর্গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরােপ করা হয়েছে। দেশে ভয়াবহ দ্রব্য সংকটের প্রেক্ষিতে প্রথম বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় ভােগ্যপণ্যের উৎপাদন বৃদ্ধিকে বিশেষ লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। এ ছাড়া পুনর্গঠন, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক আর্থিক বুনিয়াদ মজবুত করার ব্যবস্থাও এতে রয়েছে।১০৬

রেফারেন্স: ২৭ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ