জাতীয় সংসদে অর্থ বিল উত্থাপিত
অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বুধবার জাতীয় সংসদে অর্থবিল ১৯৭৩ উত্থাপন করেছেন। সরকারের কর প্রস্তাবাবলি কার্যকরকরণ সংশ্লিষ্ট কয়েকটি আইন সংশােধনের জন্য এই বিলটি উত্থাপন করা হয়। আজও বিলের উপর আলােচনা হবে। আওয়ামী লীগের দলীয় সদস্য জনাব আসাদুজ্জামান খান ও ব্যারিস্টার আমির-উল ইসলাম বিলের উপর আলােচনা করেন। জনাব আসাদুজ্জামান খান বিলের উপর আলােচনা প্রসঙ্গে বলেন যে, বিলটি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি জিরাে পদক্ষেপ। সাধারণ আয়ের খাতে কৃষি আয় অন্তর্ভুক্ত করার জন্য তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বলেন যে, অর্থমন্ত্রী কৃষকদের উপর যাতে করের ভার কম পড়ে বিলে তার নিশ্চয়তা দিয়েছেন। তিনি আয় করার বিভিন্ন দিক সম্পর্কে আলােচনা করেন। তিনি সম্পত্তি, গাড়ি, ঠিকাদার এবং ব্যবসায়ীদের ওপর কর বৃদ্ধির প্রশংসা করেন। জনাব আসাদুজ্জামান করদাতাকে কর শােধের আরাে সুযােগ দানের জন্য অর্থমন্ত্রীকে সুপারিশ করেন। জনাব আমির-উল ইসলাম অর্থবিলের ওপর আলােচনা প্রসঙ্গে পরিষদের কাছে প্রশ্ন উত্থাপন করেন যে, জনগণের দুঃখ দূর। করার জন্য দেশ স্বাধীন করা হলেও আজও কি জনগণের দুঃখ দূর করা সম্ভব হয়েছে এবং পরিষদ সদস্যরা জনগণের কাছে তার জন্য প্রতিশ্রুতি দিতে পারছেন?১০৭
রেফারেন্স: ২৭ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ