প্রায় ৯ কোটি ৩০ লাখ টাকার মার্কিন সাহায্য চুক্তি
ঢাকা। বাংলাদেশে ত্রাণ ও পুনর্বাসন কাজের জন্যে ১ কোটি ৩০ লক্ষ ডলার (প্রায় ৯ কোটি ৩০ লক্ষ। টাকার সমান) মার্কিন সাহায্য ব্যবস্থা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র সরকার আজ একটি দ্বিপাক্ষিক সাহায্য চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনে আয়ােজিত এক অনুষ্ঠানে কমিশনের সেক্রেটারি জনাব এম. সাইদুজ্জামান ও যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য এ্যাফেয়ার্স মি. ডেনিয়েল ও নিউবেরি নিজ নিজ সরকারের পক্ষ থেকে এই চুক্তিপত্রে স্বাক্ষর দান করেন। আজ এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৯৭২ সালের ৩০ মে ত্রাণ ও পুনর্বাসনের জন্য মূল দ্বিপাক্ষিক সাহায্য চুক্তিতে ৪র্থ ও সর্বশেষ সংশােধনী সংযােজিত হলাে। এর ফলে বাংলাদেশে মােট মার্কিন দ্বিপাক্ষিক সাহায্যের পরিমাণ ২০ কোটি ৩০ লক্ষ ডলারে উন্নীত হলাে এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সামগ্রিক মার্কিন খাদ্য ও খাদ্য বহির্ভূত সাহায্যের পরিমাণ দাঁড়ালাে ৪৩ কোটি ৩০ লক্ষ ডলার (প্রায় ৩শ ২৫ কোটি ৯০ লক্ষ টাকার সমান) এরও ওপর। বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশন ও মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ইউএসআইডি কর্মকর্তাগণ বর্তমানে এই নয়া অর্থ সাহায্য ও চলতি আর্থিক সালে প্রদত্ত ৭ কোটি ৫০ লক্ষ ডলার মঞ্জুরির বাকি অর্থের ব্যয় বরাদ্দ নিয়ে আলাপ আলােচনা চালাচ্ছেন। বাংলাদেশ সরকারের অনুরােধে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইতােমধ্যেই এই সাহায্যলব্ধ অর্থ দ্বারা ফিলিপাইন থেকে ২শ টন ইরি ধান ও ৫০ হাজার টন সার আমদানির ব্যয় নির্বাহ করতে সম্মত হয়েছে। বাংলাদেশে কৃষি উৎপাদন ক্ষমতা উন্নয়নের জন্য কীটনাশক ঔষধ সগ্রহ, শীতকালীন শাক-সবজির আরাে অধিক সার আমদানির জন্য এই সাহায্য লব্ধ অর্থ ব্যয় করা হবে। পুনর্বাসন খাতেও কতিপয় প্রকল্প বিবেচনাধীন রয়েছে।১১২
রেফারেন্স: ২৮ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ