You dont have javascript enabled! Please enable it! 1973.07.02 | দুর্গত এলাকা সফর শেষে বঙ্গবন্ধুর আশ্বাস বাণী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

দুর্গত এলাকা সফর শেষে বঙ্গবন্ধুর আশ্বাস বাণী

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মর্মে সুস্পষ্ট নিশ্চয়তা দান করেন যে, ত্রাণ ও সরকারি সাহায্যের জন্য কোনাে বন্যা দুর্গত ব্যক্তিকে কষ্ট ভােগ করতে দেয়া হবে না। বঙ্গবন্ধু ৪টি জেলায় বন্যাদুর্গত এলাকায় তিন দিনব্যাপী এক ঝটিকা সফরের পর সকালে সাংবাদিকদের সাথে আলােচনাকালে বলেন যে, দুর্গত লােকদের কাছে সাহায্য সামগ্রী পৌছে দেয়ার জন্য সব কিছুই করা হবে। ইতােমধ্যেই দুর্গত এলাকায় সাহায্য অভিযানের কাজ শুরু হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধু ঢাকায় ফিরে এসেই জরুরি ভিত্তিতে বন্যা দুর্গত এলাকায় খাদ্যদ্রব্য প্রেরণের জন্য সঙ্গে সঙ্গে খাদ্য দফতরের প্রতি নির্দেশ দান করেছেন। দুর্গত এলাকায় পর্যাপ্ত খাদ্য শস্য মজুতের নিশ্চয়তা বিধানের জন্য প্রচেষ্টা চালানাে হচ্ছে। বঙ্গবন্ধু শনিবার ও রবিবার ময়মনসিংহের দেওয়ানগঞ্জ, পাবনা জেলার সিরাজগঞ্জ, রংপুরের কুড়িগ্রাম ও রাজশাহীর নাটোর সফর করেন। প্রধানমন্ত্রীর হেলিকপ্টারটি খুব নিচু দিয়ে বন্যাদুর্গত এলাকাসমূহের ওপর দিয়ে উড়ে যায়। বঙ্গবন্ধু নাটোরে উত্তরা গণভবনে সরকারি অফিসারদের এক সমাবেশে ভাষণদানকালে আইন শৃঙ্খলার নিশ্চয়তা বিধানের সরকারি প্রচেষ্টাকে জোরদারের প্রয়ােজনীয়তার ওপর গুরুত্ব আরােপ করেন। তিনি তাদের সাথে সাহায্য তৎপরতা সম্পর্কেও আলােচনা করেন। তিনি বন্যা দুর্গতদের মধ্যে নগদ সাহায্য দানের জন্য ১৮ লক্ষ টাকা মঞ্জুর করেন। ইতােপূর্বে সরকার বন্যা দুর্গতদের জন্য আরও ১৭ লক্ষ ৭৮ হাজার টাকা বরাদ্দ করেন। প্রকৃত অভাবী লােকদের মধ্যে অর্থ বিতরণের সুবিধার্থে স্থানীয় কর্তৃপক্ষের হাতে এ বরাদ্দকৃত অর্থ পৌছে দেবার জন্য ইতােমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় খয়রাতি সাহায্য হিসাবে ৫৯ হাজার মণ খাদ্যশস্য বরাদ্দ করেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, সরকার ইতােপূর্বে ৪৬ হাজার ৫শত মণ খাদ্যশস্য বরাদ্দ করেছেন। বঙ্গবন্ধু প্রয়ােজন মােতাবেক বন্যা দুর্গতদের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণের জন্যও সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর সাথে বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী খন্দকার মােশতাক আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ ও বাংলাদেশ রেডক্রস প্রধান গাজী গােলাম মােস্তফাও ঢাকা ফিরে আসেন।

রেফারেন্স: ২ জুলাই ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ