You dont have javascript enabled! Please enable it! 1973.06.22 | ছাত্র সংগ্রাম পরিষদের নয়া কার্যক্রম | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

ছাত্র সংগ্রাম পরিষদের নয়া কার্যক্রম

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ সরকারের ভুয়া রেশন কার্ড উদ্ধার প্রণালিকে ত্রুটিপূর্ণ এবং ব্যর্থ বলে অভিহিত করেছেন। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ভুয়া রেশন কার্ড উদ্ধারের ব্যাপারে খাদ্যমন্ত্রী শ্রী ফণী ভূষণ মজুমদারের কাছে পেশ করেছেন। খাদ্যমন্ত্রী নতুন কার্যক্রমের কার্যকারিতা নীতিগতভাবে মেনে নিয়েছেন। তিনি এ ব্যাপারে সরকারি ভাষ্য আজ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদকে জানাবেন। নতুন কার্যক্রম অনুযায়ী ডি-৪ ও ডি-৫ এলাকার রেশন কার্ডধারীদের আগামী ২৫ জুন থেকে ৩০ জুনের ভেতরে রেশন থেকে মাল উঠানাের জন্য সরকারকে বিজ্ঞপ্তি প্রচার করতে বলেছেন। ছাত্র নেতৃবৃন্দ জানান এক্ষেত্রে নিজেরাও বিজ্ঞপ্তি প্রচার করবেন। এই সময়ে এই এলাকাদ্বয়ের প্রতিটি রেশনের দোকানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটি টিম রেশন কার্ড পরীক্ষা করার কাজে নিয়ােজিত থাকবেন। সংগ্রাম পরিষদের টিমে একজন খাদ্য ডাইরেক্টরেটের কর্মচারী, ছাত্রসংগ্রাম পরিষদের দুজন প্রতিনিধি এবং একজন পুলিশ কর্মচারী থাকবেন। উল্লেখিত সময়ে যে সকল রেশন কার্ডের মাল না উঠানাে হবে সেসকল রেশন কার্ড ভুয়া বলে গণ্য করে বাতিল ঘােষণা করা হবে। কোন রেশন কার্ড সম্পর্কে টিমের কোনাে সদস্যের সন্দেহের কারণ থাকলে তিনি তৎক্ষণাৎ ওই রেশন কার্ড বহনকারীকে ওই কার্ডের বৈধতা সম্পর্কে চ্যালেঞ্জ করতে পারবেন। কার্ড পরীক্ষায় বৈধ বলে প্রমাণিত হলে পরীক্ষাকারী কার্ডে সই করে সিলমােহর লাগিয়ে দেবেন। নেতৃবৃন্দ জানান যে, ভুয়া রেশন কার্ড উদ্ধার কমিটির সাংগঠনিক কাঠামাে হবে এইরূপ— টিমসমূহ এক একটি রেশনিং সাব এরিয়ার কার্যলয়ের অধীনে পরিচালিত হবে। সাব এরিয়ার কাজ পরীক্ষা করবেন ঢাকার রেশনিং কন্ট্রোলার, খাদ্য বিভাগ, পুলিশ ও কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিনিধি নিয়ে গঠিত সেন্ট্রাল কন্ট্রোল রুম। টিমসমূহ প্রতিদিনকার মাল জমা ও উঠানাের হিসাব সাব এরিয়ায় অফিসে জমা দিবেন। ভুয়া রেশন কার্ড উদ্ধারকালে টিম আইন ও শৃঙ্খলা পরিস্থিতির বিরােধী কোনাে প্রকার ঘটনার সম্মুখীন হলে সরকারকে কঠোর হস্তে তা দমন করার জন্য সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ রেশনিং বিভাগের কার্যপ্রণালি সাধারণ মানুষের স্বার্থে সহজতর করার দাবি জানিয়েছেন।৮৬

রেফারেন্স: ২২ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ