শিক্ষা ব্যবস্থা স্তরে স্তরে জাতীয়করণ করা হবে
শিক্ষামন্ত্রী জনাব ইউসুফ আলী বলেছেন যে, সরকার স্তরে স্তরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের পথে এগিয়ে যেতে চায়। তিনি ঘােষণা করেন, সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে নেবে। জাতীয় সংসদে শনিবার শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সদস্য জনাব আব্দুল্লাহ সরকার কর্তৃক জরুরি জনগুরুত্ব বিষয়ে মনোেযােগ আকর্ষণ করে বেসরকারি কলেজ শিক্ষকদের ধর্মঘটজনিত পরিস্থিতি নিয়ে এক প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন। জনাব ইউসুফ আলী আরাে বলেছেন, শিক্ষা কমিশন আগামী বছর মে মাসে তাদের চূড়ান্ত রিপাের্ট পেশ করবেন। তার পূর্বে কলেজ শিক্ষা জাতীয়করণের দাবি মেনে নেয়া সম্ভব নয়, উচিতও নয়। তিনি বলেন যে, গত ১১ মে থেকে বেসরকারি কলেজ শিক্ষকগণ ধর্মঘট শুরু করেছেন। গত ১৪ ফেব্রুয়ারি বেসরকারি কলেজ শিক্ষক সমিতি তাদের দাবি-দাওয়া পেশ করে। তারপর সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলােচনার কথাও মন্ত্রী উল্লেখ করেন। তারপরে সরকারি বক্তব্য লিখিতভাবে সমিতিকে জানানাে হয়েছে। তিনি বলেন, কলেজ শিক্ষা জাতীয়করণ করা তাদের মুখ্যদাবি। জাতীয়করণ সমস্যাকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। এটা যে সামগ্রিক পরিকল্পনার অঙ্গ তা স্মরণ রাখতে হবে। মন্ত্রী আরাে বলেন, কোন পর্যায় থেকে জাতীয়করণের কাজ শুরু করা হবে তা সরকারের সিদ্ধান্ত নেয়ার বিষয়। তদুপরি শিক্ষা কমিশন আগামী বছর মে মাসে চূড়ান্ত রিপাের্ট পেশ করবে। তার পূর্বে জাতীয়করণ করা সম্ভব নয় বা উচিতও নয়। শিক্ষামন্ত্রী আরাে বলেন, জাতীয়করণই সংকট কেটে যাবে তা আমিও বিশ্বাস করি না, আশা করি কেউ তা বিশ্বাস করে না। সরকার ভবিষ্যতে সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করে নেবে। তবে শিক্ষা ক্ষেত্রে আনুষ্ঠানিক যন্ত্রপাতি ইত্যাদি সরবরাহ করার বিষয়টিই বিবেচনা করে দেখতে হবে একই সাথে। মন্ত্রী বলেন, শিক্ষকগণ যে দুর্গতির মধ্যে রয়েছে তা সরকার অস্বীকার করে না, দীর্ঘদিনের অনুসৃত নীতির ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য দূর করা উচিত। তবে তা রাতারাতি সম্ভব নয়। কোনাে দেশেই তা সম্ভব হয়নি। মন্ত্রী বলেন, কলেজ শিক্ষকদের অন্যান্য দাবি পূরণ করতে সরকার রাজি আছে। কিন্তু দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বহুদিনে সৃষ্ট এই শূন্যতা নির্মূল করা রাতারাতি সম্ভব নয়। মন্ত্রী আরাে বলেন, এ জন্য শিক্ষকদের অবুঝ না হয়ে উঠতে আমি অনুরােধ করছি। পণ্য বস্ত্র ইত্যাদি সমস্যার মতাে বড় সমস্যা এড়িয়ে শিক্ষা সমস্যা সমাধান করবাে- তা হয় না। অবশ্য শিক্ষকদের সমস্যাকে তাই খাটো করে সরকার দেখছে না। সরকার সহানুভূতির সাথে দাবি-দাওয়া বিবেচনা করছে। সরকারকে এই মুহূর্তে ব্ৰিত না করে ধর্মঘট প্রত্যাহার করতে তিনি কলেজ শিক্ষকদের প্রতি অনুরােধ করেন। এ প্রসঙ্গে তিনি বিভিন্ন সংবাদপত্রে এ নিয়ে সম্পাদকীয় মন্তব্যে জাতীয়করণ বিষয়ে সামগ্রিক পরিকল্পনা প্রণয়নের সুপারিশকে অভিনন্দন জানান।৬১
রেফারেন্স: ১৬ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ