You dont have javascript enabled! Please enable it! 1973.06.013 | পরিত্যক্ত বাড়ি ও ভুয়া রেশনকার্ড উদ্ধারের জন্য বঙ্গবন্ধুর নির্দেশ | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

পরিত্যক্ত বাড়ি ও ভুয়া রেশনকার্ড উদ্ধারের জন্য বঙ্গবন্ধুর নির্দেশ

ঢাকা। টেলিফোন, বিদ্যুতের বকেয়া বিল আদায় বেআইনী দখলদারদের কাছ থেকে পরিত্যক্ত বাড়িঘর এবং ভুয়া রেশনকার্ড উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংশ্লিষ্ট দফতরগুলাের প্রতি নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ৩০ জুনের মধ্যে জরুরি ভিত্তিতে এই নির্দেশ কার্যকরি করতে হবে। এই পর্যন্ত টেলিফোন এবং বিদ্যুতের কয়েক কোটি টাকার বিল বাকি পড়ে রয়েছে। এছাড়া পঞ্চাশ হাজারের অধিক বাড়িঘর এখনাে বেআইনী দখলদারদের কবলে রয়েছে। এই সমস্ত খবর প্রধানমন্ত্রীর গােচরীভূত হওয়ায় দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে তিনি উপরােক্ত নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী গৃহীত দফতরের প্রচেষ্টা ফলপ্রসূ না হলে সান্ধ্য আইন জারী করে সেনাবাহিনী ও অন্যান্য আইন প্রয়ােগকারী সংস্থার মাধ্যমে দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে একটু একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন সমন্বয় সাধনকারী কমিটি গঠন করা হয়েছে। ৩০ জুনের পর এই কমিটি সমন্বিত কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এলাকায়। সান্ধ্য আইন জারি করে তল্লাশী চালাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এছাড়া যেসকল কর্মকর্তা নিজ কর্তব্যে অনীহা প্রদর্শন করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের কাছে বেআইনী টেলিফোন রয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশে বলা হয়েছে। বেআইনী দখলদারদের উৎখাত করার জন্য পূর্ত ও নগর উন্নয়ন দফতরের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। বেআইনী দখলদারদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ভুয়া রেশনকার্ডধারীদের বেলায়ও একই ব্যবস্থা প্রযােজ্য হবে। এ ব্যাপারে খাদ্য দফতরকে নির্দেশ দেয়া হয়েছে। অসাধু ব্যবসায় লিপ্ত রেশন দোকানের তত্ত্বাবধানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের বিধিবদ্ধ রেশনিং এলাকার জন্য প্রযােজ্য। টেলিফোন ও বিদ্যুতের ক্ষেত্রে যেসকল এলাকায় এগুলাে রয়েছে সেখানেই নির্দেশটি কার্যকরি বলে বিবেচিত হবে। পরিত্যক্ত বাড়িঘরের বেলায় নির্দেশটি সারাদেশের জন্য প্রযােজ্য। উল্লেখযােগ্য যে, এর আগে বঙ্গবন্ধু ভুয়া কারখানা এবং বাণিজ্যিক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য দফতরের প্রতি নির্দেশ দিয়েছিলেন।৪৮

রেফারেন্স: ১৩ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ