থাইল্যান্ড থেকে এক লাখ টন চাল আসছে
একটি বেসরকারি দলের মধ্যস্থতায় বাংলাদেশ সরকার থাইল্যান্ড থেকে ১ লক্ষ টন চাল যােগাড় করেছে। আগামী ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে এই চাল বাংলাদেশে এসে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। বিদেশ থেকে আনীত এই সর্বশেষ চালানে বাংলাদেশ সরকারের প্রায় কয়েক কোটি টাকার বৈদেশিক মুদ্রা রক্ষা পেয়েছে। থাইল্যান্ড থেকে প্রতি টন চাল ১৭০ ডলার দিয়ে কেনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চাল আনলে প্রতি টন চালের দাম পড়ত প্রায় ২২০ ডলার। উল্লেখ্য যে, পূর্বে খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা থাইল্যান্ড চাল কিনতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তাদের আসা যাওয়া ও তদ্বিরের জন্য প্রায় লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।৫০
রেফারেন্স: ১৩ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ