মন্ত্রীদের বেতন বিল গৃহীত
জাতীয় সংসদের শুক্রবারের অধিবেশনে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পারিতােষিক ও সুবিধাবলি বিল, ১৯৭৩ সরকার দলীয় ২টি সংশােধনীসহ কণ্ঠভােটে পাশ হয়েছে। সংসদে গৃহীত বিল অনুযায়ী মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন যথাক্রমে দেড় হাজার, ১৩শত ও ১১শত টাকা ধার্য হয়েছে। মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতনের ওপর কোনাে কর ধরা হবে না। আইনমন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর বিলটি সংসদে উত্থাপনের পর সদস্য জনাব ময়নউদ্দিন আহমদ (জাসদ) বিলটি ১৩ জুনের মধ্যে জনমত যাচাইয়ের জন্য প্রস্তাব করেন। আইনমন্ত্রীসহ বেগম সাজেদা চৌধুরী জনাব আমিরুল ইসলাম প্রস্তাবের বিরােধিতা করেন। আইনমন্ত্রী শ্রী ধর প্রস্তাবের বিরােধিতা করে বলেন, বিলে মন্ত্রীদের পারিতােষিক এত কম প্রস্তাব করা হয়েছে যে এটাকে ‘স্টার্ভেশন বিল’ বলা যেতে পারে। তিনি আরাে বলেন, দেশে সমস্যা আছে। সরকার তার সমাধানের চেষ্টাও করছেন। তাদের সাথে নিজেদের অবস্থার এক করার জন্যই কম পারিতােষিক প্রস্তাব করা হয়েছে। কণ্ঠ ভােটে জনমত যাচাইয়ের জন্য প্রচারের প্রস্তাব বাতিল হয়ে যায়। চিফ হুইফ জনাব শাহ মােয়াজ্জেম হােসেন কর্তৃক প্রথম ও তৃতীয় অনুচ্ছেদের ওপর আনীত সংশােধনী প্রস্তাব কণ্ঠভােটে গৃহীত হয়। তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন যথাক্রমে দুই হাজার দেড় হাজার ১২শ থেকে কমিয়ে যথাক্রমে দেড় হাজার, তের শত ও এগারাে শত করার প্রস্তাব করেন। জনাব আবদুল্লা সরকার বিলের তৃতীয় ও সপ্তম অনুচ্ছেদে ৪টি সংশােধনী আনেন। তার ৩টি সংশােধনী প্রস্তাব কণ্ঠভােটে বাতিল হয় এবং ইতােপূর্বে শাহ মােয়াজ্জেম হােসেন আনীত সংশােধনী গৃহীত হওয়ায় ৪র্থ টি ও অপ্রয়ােজনীয় বিধায় স্পিকার নাকচ করে দেন।৩০
রেফারেন্স: ৮ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ