উন্নয়ন ও পুনর্বাসন খাতে ২৬ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব
আগামী অর্থবছরের (১৯৭৩-৭৪) রেলওয়ে বাজেটের উন্নয়ন ও পুনর্বাসন খাতে মােট ২৬ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উন্নয়ন খাতে ১৭ কোটি ৬০ লাখ টাকা এবং পুনর্বাসন খাতে ৮ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। সােমবার জাতীয় সংসদের অধিবেশনে ১৯৭৩-৭৪ সালের রেলওয়ের বাজেট উপস্থাপনকালে যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলী এই সুপারিশ করেন। আগামী অর্থ বছরের ১৯৭৩-৭৪ রেলওয়ে কর্মসূচিকে ২ ভাগে বিভক্ত করা হয়েছে। একটি সম্পাদনাধীন প্রকল্পসমূহ অপরটি নতুন প্রকল্পসমূহ। সম্পাদনাধীন প্রকল্পসমূহের মধ্যে রয়েছে রেলযানসমূহ (রােলিং স্টক) প্রকৌশল ও অন্যান্য গঠনমূলক কাজ ও নতুন রেলপথ নির্মাণ। রেলপথগুলাে হচ্ছে ফরিদপুর-বরিশাল রেলপথ, পূর্ব রূপসা-বাগেরহাট রেলপথকে ব্রডগেজে পরিবর্তন, ভােলাগঞ্জ পাথর সংগ্রহকারী রজ্জুপথ, নরসিংদী-মদনগঞ্জ, কুড়িগ্রাম-চিলমারী, খুলনা-মংলা রেল লাইন, পাহাড়তলী-আখাউড়া ও ঢাকা-টঙ্গীর মধ্যে রেল লাইন দ্বিগুণীকরণ, রুহিয়া-পঞ্চগড় রেলপথ, ঈশ্বরদী-নগরবাড়ি রেলপথ, রােহনপুর-সিঙ্গাবাদ রেলপথ ইত্যাদি। সম্পাদনাধীন প্রকল্পের অধীন যাত্রীবাহী ও মালবাহী গাড়ীর সংখ্যা বৃদ্ধি ও পুনঃস্থাপন, কারখানা আধুনিকীকরণ ও সম্প্রসারণ যাত্রীদের বিশ্রামাগার প্লাটফর্ম স্থাপন ও স্টেশন বৈদ্যুতিককরণ প্রভৃতি কার্যসূচিও আগামী অর্থবছরের উন্নয়ন সূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী অর্থ বছরে (১৯৭৩৭৪) ৫শ টি ব্রডগেজ মালবাহী গাড়ী ৫০টি ব্রডগেজ যাত্রীবাহী গাড়ী ও ২১টি সংযুক্ত যাত্রী ও মালবাহী গাড়ী আমদানি করা এবং যমুনা নদীর ওপর রেল ও সড়ক সেতু নির্মাণের পূর্ণাঙ্গ সম্ভাব্যতা পরীক্ষা করা হবে বলে মন্ত্রী তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেন। বৈদেশিক সাহায্য ও সরঞ্জামাদি সময়মতাে পাওয়া গেলে উন্নয়ন প্রকল্পগুলাের দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে বলে যােগাযােগ মন্ত্রী উল্লেখ করেন। পুনঃনির্মাণ কর্মসূচিতে (১৯৭৩-৭৪) ৩ খানা যাত্রীবাহী জাহাজের জন্য ১ কোটি টাকা চিকিৎসা বিভাগের যন্ত্রপাতির জন্য ২০ লাখ টাকা, সেতু মেরামতের জন্য ৫০ লাখ টাকা, মেঘনা, হার্ডিঞ্জ, পুরাতন ব্রহ্মপুত্র ও তিস্তা সেতুর জন্য ৬৭ লাখ টাকা, স্টেশন, অফিস, কর্মচারীর বাসস্থান। ও কারখানা পুনর্গঠনের জন্য ১৫ লাখ টাকা এবং অন্যান্য যাবতীয় পুনর্বাসন ও পুনর্গঠন কাজের জন্য বাদ বাকি টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখযােগ্য যে, ১৯৭২-৭৩ অর্থ বছরে উন্নয়ন খাতে ১৪ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা এবং পুনর্বাসন খাতে ৯ কোটি ৯৫ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। ১৯৭২-৭৩ সালের উন্নয়ন খাতে খরচ বৃদ্ধি হওয়ায় সংশােধিত বাজেটে এর পরিমাণ ধার্য করা হয় ২২ কোটি ৯৯ লক্ষ ৩০ হাজার টাকা অর্থাৎ ১৯৭২-৭৩ উন্নয়ন খাতে বাজেট অনুপাতে ৮ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা অতিরিক্ত ব্যয় হয়।৪২
রেফারেন্স: ১১ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ