You dont have javascript enabled! Please enable it! 1973.06.06 | উপজাতীয় এলাকায় জনগণের জন্য সম্ভাব্য সব কিছু করা হবে বঙ্গবন্ধু | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

উপজাতীয় এলাকায় জনগণের জন্য সম্ভাব্য সব কিছু করা হবে বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুধবার বলেন যে, সরকার উপজাতীয় এলাকার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য সম্ভাব্য সব কিছু করবেন। প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের সংসদ সদস্য শ্রীমতি সুস্মিতা দেওয়ানের সাথে তার সংসদ ভবনের চেম্বারে আলােচনা করছিলেন। শ্রীমতি দেওয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিশেষভাবে তার নির্বাচনী এলাকা এবং সাধারণভাবে উপজাতীয় এলাকার জনগণের সমস্যা সম্পর্কে তাকে অবহিত করেন। প্রধানমন্ত্রী দুঃখের সঙ্গে বলেন যে, অতীতের ঔপনিবেশিক সরকারের শােষণ ও অবহেলার ফলেই উপজাতীয় এলাকায় কোনােরূপ উন্নয়ন হয়নি। বঙ্গবন্ধু বলেন যে, উপজাতীয় এলাকায় জনগণের দুঃখের দিনের অবসান হয়েছে। উপজাতীয় জনগণও স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং অন্যান্য নাগরিকদের মতােই সমান সুযােগ ও সুবিধে ভােগ করবে। তিনি বলেন যে, সরকার উপজাতীয় এলাকার সমস্যা সম্পর্কে সম্পূর্ণ অবহিত রয়েছেন। সে সব এলাকার শিক্ষা ও পরিবহনসহ অন্যান্য ব্যবস্থায় উন্নয়ন অত্যন্ত প্রয়ােজনীয়। বঙ্গবন্ধু বলেন যে, উপজাতীয় এলাকার জনজীবনে স্বাচ্ছন্দ্য বিধানের জন্য সরকার সম্ভাব্য সব কিছু করবেন। শ্রীমতি দেওয়ান বঙ্গবন্ধুর নিকট মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ ও পলিটেকনিক ইনষ্টিটিউটে উপজাতীয় এলাকার ছাত্রদের জন্য পাঁচটি করে আসন সংরক্ষিত করার অনুরােধ জানান। বঙ্গবন্ধু বলেন যে, তার (শ্ৰীমতী দেওয়ান) সুপারিশ বিশেষভাবে বিবেচনা করা হবে।২০

রেফারেন্স: ৬ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ