আসুন সােনার বাংলা গড়ার শপথ নেই- বঙ্গবন্ধু
ঢাকা। সাত বছর আগে ৭ জুন বাঙালিদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার জন্য যারা জীবন দান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ সেই নির্ভীক শহীদদের বিরােচিত আত্মত্যাগের কথা স্মরণ করেন। বাঙালি জাতির মুক্তির প্রতীক ৭ জুন উদযাপন উপলক্ষে এক বাণীতে বঙ্গবন্ধু বলেন যে, ১৯৬৬ সালে এই দিনটিতে ঐতিহাসিক ৬ দফা আন্দোলন শুরু করার পর তিনি যখন জেলে ছিলেন, তখন বাংলাদেশের জনগণের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবার জন্য মনু মিয়া, মুজিবুল্লাহ এবং আরাে অনেকে রক্ত দান করেন। সেই সব নির্ভীক শহীদদের কথা স্মরণ করে বঙ্গবন্ধু শােষণমুক্ত সােনার বাংলা গড়তে পুনরায় আত্মােৎসর্গ করার নতুন শপথ নেবার আহ্বান জানান। তিনি বলেন, লাখাে জীবনের বিনিময়ে যদিও আমরা স্বাধীনতা অর্জন করেছি তথাপি অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের আরাে সংগ্রাম করতে হবে। এই লক্ষ্য অর্জনের জন্য আসুন। আমরা ঐক্যবদ্ধভাবে কঠিন পরিশ্রম করি যাতে দেশের মানুষ খাদ্য, আশ্রয়, বস্ত্র এবং প্রয়ােজনীয় জিনিস পায়।২১
রেফারেন্স: ৬ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ