খাদ্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বঙ্গবন্ধুর আলােকপাত
আওয়ামী লীগের সংসদীয় দলের (আলীসদ) শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান দেশের বর্তমান খাদ্য, অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলােকপাত করে বক্তৃতা করেছেন। জাতীয় সংসদ ভবনের কমিটি কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সভা শেষে আলীসদের প্রধান সচেতক শাহ মােয়াজ্জেম হােসেন সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন যে, সভায় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলােচনাকালে এ ব্যাপারে সরকারি পদক্ষেপ সম্পর্কেও আলােচনা হয়েছে। কয়েকজন সদস্য কতিপয় সুপারিশ সভায় পেশ করেছেন। সভার প্রারম্ভে সম্প্রতি গুলিতে নিহত সংসদ সদস্য জনাব নুরুল হকের মৃত্যুতে শােক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মােনাজাত করা হয়। আলীসদের সভা স্থগিত রাখা হয়েছে। তবে কোনাে তারিখ স্থির করা হয় নি। সভা প্রায় দেড় ঘণ্টাকাল ধরে চলে। বিপিআই পরিবেশিত এক খবরে বলা হয়েছে যে, দেশে বর্তমান রাজনৈতিক গুপ্ত হত্যায় আলীসদ সভায় সদস্যগণ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।১
রেফারেন্স: ১ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ