You dont have javascript enabled! Please enable it!

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফেনীর এক হাজার ৭৫ জনকে অর্থ সাহায্য দেয়া হয়েছে

আইনবিষয়ক মন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর জানিয়েছেন যে, স্বাধীনতা যুদ্ধে ফেনী মহকুমার ৭১০ জন শহীদ এবং ৩৬৫ জন আহত ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মােট ১৬ লক্ষ ৪৯ হাজার টাকা সাহায্য দেয়া হয়েছে। মন্ত্রী শনিবার জাতীয় সংসদে ফেনী থেকে নির্বাচিত সদস্য জনাব খাজা আহমেদ এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন যে, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নিহত ও আহত ব্যক্তির কোনাে ক্ষতিপূরণ দেয়া হয় না। তিনি বলেন যে, এই সাহায্য হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ এবং আহতদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধুর পক্ষ থেকে দুঃস্থ পরিবারের প্রতি শুভেচ্ছার নিদর্শন। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন যে, ফেনী মহকুমার মােট ৪৭১৫ জন সাহায্যের জন্য দরখাস্ত করেছিল। এর মধ্যে ২৩৫১ জন নিহত ব্যক্তির পক্ষে ও ২৩৬৪ জন আহত ব্যক্তি দরখাস্ত করেছিলেন। জনাব আসাদুজ্জামান খান, জনাব তাহের উদ্দিন ঠাকুর এই প্রসঙ্গে কয়েকটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন। অপর একজন সদস্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সাহায্যের জন্য কতজন দরখাস্ত করেছিল জানতে চান। মন্ত্রী প্রশ্নটির জবাবের জন্য নােটিশ প্রদানের আহ্বান জানান। একজন সদস্য জানতে চান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে স্বাধীনতার শত্রু আলবদর ও রাজাকাররা সাহায্য পেতে পারে কি না? অপর এক সদস্য জানতে চান এ ধরনের কেউ সাহায্য পেয়েছে কি? মন্ত্রী এ প্রশ্নকে বিধি বহির্ভূত বলে আখ্যায়িত করেন। শেখ আব্দুর রহমানের বাগেরহাটে অস্ত্রশস্ত্রসহ রক্ষী বাহিনী কর্তৃক ধৃত ৫ ব্যক্তিকে আটক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান। যে, ৬ মে বেআইনী অস্ত্রশস্ত্রসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মন্ত্রী জানান, অভিযােগ প্রমাণিত না হওয়ায় এর মধ্যেই ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে এবং অপর ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে কয়েকজন সদস্য অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞেস করেন। বিচারাধীন ব্যাপারে আলােচনা উচিত নয় বলে মন্তব্য করে মন্ত্রী জবাব দানে বিরত থাকেন। স্পিকার এ সময়ে বিষয়টি বিচারাধীন বলে ঘােষণা করলে প্রশ্নোত্তর পর্বের শেষ হয়।৬

রেফারেন্স: ২ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!