You dont have javascript enabled! Please enable it! 1973.06.01 | আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ শনিবার বিকেল ৩টা থেকে জাতীয় সংসদ ভবনে শুরু হবে। সংসদে আজকের বৈঠকে উপনির্বাচনে নির্বাচিত ৫ জন সদস্য শপথ গ্রহণ করবেন। এছাড়াও অজ্ঞাত দুবৃত্তের গুলিতে নিহত সংসদ সদস্য জনাব নুরুল হকের মৃত্যুতে সংসদে একটি শােক প্রস্তাব উত্থাপিত হতে পারে। সংসদে প্রথম দিকে একঘণ্টা প্রশ্নোত্তরের জন্য নির্ধারিত রয়েছে। জানা গেছে এ জন্য বহুসংখ্যক প্রশ্ন সদস্যগণের কাছ থেকে পাওয়া গেছে। সংসদ আজ শনিবার ইতােপূর্বে জারিকৃত ১০টি অর্ডিনেন্স অনুমােদনের জন্য পেশ করা হতে পারে। এছাড়া রাষ্ট্রপতির ৫০ নম্বর আদেশ নামে পরিচিত সিডিউল অফেন্সেস অর্ডারসহ ৯টি আইন বিল আকারে পেশ করার সম্ভাবনা রয়েছে। আজ এছাড়াও ৩টি কমিটি গঠন করা হতে পারে। প্রতিটি কমিটি হচ্ছে সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি এবং সংসদ কার্য পরিচালনা সুপারিশ কমিটি। শেষােক্ত কমিটির সদস্যগণকে স্পিকার মনােনীত করবেন। চলতি অধিবেশনে আগামী ১১ জুন যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলী রেলওয়ে বাজেট পেশ করার সম্ভাবনা রয়েছে। ১৯৭৩-৭৪ সালের সাধারণ বাজেট আগামী ১২ জুন সংসদে পেশ করা হতে পারে। সংসদের চলতি অধিবেশন আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে।২

রেফারেন্স: ১ জুন ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ