You dont have javascript enabled! Please enable it! 1973.06.30 | ১০ দফার ভিত্তিতে নিরলস সংগ্রামের আহ্বান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

১০ দফার ভিত্তিতে নিরলস সংগ্রামের আহ্বান

বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মনিরুল হক চৌধুরী ছাত্র সংগ্রাম পরিষদের ১০ দফার ভিত্তিতে নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য ছাত্রলীগ কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মী সম্মেলনে জনাব মনিরুল হক চৌধুরী ভাষণ দিচ্ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে ভাষণ দেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব এম এ রশিদ সৈয়দ নূরুল ইসলাম, জনাব শাহাদত হােসেন এবং জনাব আবদুস সালাম। জনাব মনিরুল হক চৌধুরী তার ভাষণে ছাত্র লীগের ঐতিহ্য উল্লেখ করে বলেন যে, বাংলাদেশের অভ্যন্তরে এবং বাইরের সকল চক্রান্তকারী শক্তির বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীদের বিশ্বস্ততার সাথে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর সােনার বাংলার স্বপ্নকে সফল করে তােলার জন্য ছাত্রলীগ কর্মীদের প্রয়ােজন হলে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে বলেও জনাব হক মন্তব্য করেন। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব এম এ রশিদ তার ভাষণে দেশের।বৃহত্তর স্বার্থে ছাত্রলীগ কর্মীদের ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র সমাজের সামনে দেশ গড়ার এই ঐতিহাসিক সংগ্রামে শােষক এবং শােষিতকে চিহ্নিত না করা গেলে ফলপ্রসূ আন্দোলন গড়ে তােলা সম্ভব নয়। ভুয়া রেশন কার্ড প্রসঙ্গে জনাব রশিদ বলেন, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের কর্মীদের যত হয়রানি কিংবা মৃত্যু-ভয়ই দেখানাে হােক না কেন ছাত্ররা ঐক্যবদ্ধভাবে অসৎ রেশন ডিলার এবং তাদের পােষ্য অনুচরদের বিরুদ্ধে প্রতিরােধ আন্দোলন গড়ে তুলবেই।১২১

রেফারেন্স: ৩০ জুন ১৯৭৩, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ