যুদ্ধাপরাধী বিচার বিল জাতীয় সংসদে পেশ করা হবে
পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন জানিয়েছেন যে, যুক্ত ঘােষণা সম্পর্কে পাকিস্তান ভারতের কাছে আর একটি পত্র পাঠিয়েছে। ভারত ও বাংলাদেশ বর্তমানে তা পর্যালােচনা ও বিশ্লেষণ করে দেখছেন। পররাষ্ট্রমন্ত্রী আরাে জানান যে, পাকিস্তানি যুদ্ধবন্দিদের বিচারের ব্যাপারে আইন প্রণয়নের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুদ্ধবন্দি বিচার আইনটি অনুমােদনের জন্যে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে পেশ করা হবে। মন্ত্রী বলেন, যুদ্ধবন্দিদের বিচারের জন্য প্রয়ােজনে সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। ড. কামাল হােসেন শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলােচনাকালে (প্রেস ব্রিফিং) এ কথা জানান। তিনি জানান যে, ভারত-বাংলাদেশ যুক্ত ঘােষণার প্রতি বিশ্বে আরাে অনেক অনুকূল সাড়া পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ন্যায়ানুগ, সঠিক দাবি ও পদক্ষেপের ফলে পাকিস্তান বর্তমানে আত্মরক্ষামূলক অবস্থায় পতিত হয়েছে। পাকিস্তানি সমরযন্ত্রকে মার্কিন ও চীনা অস্ত্র সম্ভারে নতুনভাবে শক্তিশালী করে তােলা এবং সাম্প্রতিক পাক-ইরান আঁতাত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন যে, উপমহাদেশের রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্ভাবনার পথে এই কার্যক্রম প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। তিনি বলেন যে, পাকিস্তান ও ইরানের মধ্যে বর্তমান সমঝােতামূলক পরিস্থিতিতে পাকিস্তানকে অস্ত্র সম্ভারে সমৃদ্ধ করায় সঙ্গতভাবেই বাংলাদেশ ও ভারত উদ্বিগ্ন। বাংলাদেশ ও ভারত তাদের উদ্বেগের ব্যাপারে আলাপ আলােচনা করেছে। মন্ত্রী বলেন যে, পাকিস্তানকে সমৃদ্ধ করার মত উপমহাদেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিরুদ্ধে বাংলাদেশ তার উদ্বেগ প্রকাশ করে আসছে। বাংলাদেশ বলেছে, এতে উপমহাদেশের পরিস্থিতি আরাে জটিল হতে পারে। মন্ত্রী দ্ব্যর্থহীনভাবে বলেন যে, পাকিস্তানের নেতিবাচক মনােভাব উপমহাদেশের শান্তির ভবিষ্যতকে বিঘ্নিত করছে।
পাকিস্তানি পত্র প্রসঙ্গে : পাকিস্তানি পত্র প্রসঙ্গে ড. কামাল হােসেন বলেন যে, ভারত-বাংলাদেশ যুক্ত ঘােষণার কতিপয় বিষয় ব্যাখ্যা করে ভারত এ মাসের প্রথম দিকে একটি পত্র পাকিস্তানের কাছে পাঠায়। ভারতের এই পত্রের জবাবে পাকিস্তান বর্তমানে এই পত্রটি পাঠিয়েছে। পাকিস্তানি পত্রের ভাষ্য সম্পর্কে এ মুহূর্তে কোনাে তথ্য প্রকাশ করতে মন্ত্রী অসম্মতি জানান। পত্রে পাকিস্তানের পক্ষ থেকে কোনাে সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে কিনা, কিংবা এতে পাকিস্তানের মনােভাব পরিবর্তনের কোনাে চিত্র প্রতিফলিত হয়েছে কিনা সে সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী মন্তব্য প্রকাশ করতে বিরত থাকেন। তিনি বলেন যে, আমরা সামগ্রিক বিষয়ের পরিপ্রেক্ষিতে বা আলােকে পাকিস্তানের বর্তমান পত্রটি পর্যালােচনা করছি। তবে এ কথা আমরা দ্ব্যর্থহীনভাবে আবার বলছি যে, উপমহাদেশের মানবিক সমস্যা সমাধানের জন্যে যুক্ত ঘােষণার মৌলনীতি মেনে নিবে আমরা তাই চাই। ভারত-বাংলাদেশ যুক্ত ঘােষণার প্রতি বিশ্বব্যাপী অনুকূল প্রতিক্রিয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের ভূমিকার প্রতি বিশ্বের অনুকূল সাড়া দিন দিন বাড়ছে। সমাজতান্ত্রিক দেশসমূহসহ পাশ্চাত্য ও প্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র ভারত-বাংলাদেশ যুক্ত ঘােষণাকে একটি বাস্তবতা হিসেবে অভিহিত করছেন। বাংলাদেশ ও ভারত যে কল্যাণমুখী প্রচেষ্টা চালাচ্ছে তাকে বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হুইটলাম কিছুদিন আগে পার্লামেন্টে প্রদত্ত ভাষণে যুক্ত ঘােষণাকে অভিনন্দন জানিয়েছেন।
হেগ আদালতে পাকিস্তান প্রসঙ্গে : ড. কামাল হােসেন বলেন যে, যুদ্ধবন্দিদের বিচারের ব্যাপারে হেগ আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের মামলা দায়েরের পর ভারত জানিয়েছে, আইন প্রয়ােগের ব্যাপারে আন্তর্জাতিক আদালতের কোনাে এখতিয়ার নেই।
আটক বাঙালি : পাকিস্তানে আটক বাঙালিদের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. কামাল হােসেন। বলেন যে, আন্তর্জাতিক রেডক্রস ও কতিপয় বন্ধু রাষ্ট্রের মাধ্যমে তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে। মন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে জানান যে, ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রীর আগমনে আগামী জুলাই মাসে সেই দেশ সফর করবেন।১০১
রেফারেন্স: ২৬ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ