You dont have javascript enabled! Please enable it!

অন্ন বস্ত্রের সংগ্রামে সাফল্যের জন্য শান্তি চাই- বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তি, নিরস্ত্রীকরণ ও মানব কল্যাণের যে কোনাে সৎ প্রচেষ্টার প্রতি বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থনের কথা ঘােষণা করেছেন। বঙ্গবন্ধু ঘােষণা করেছেন, বিশ্বশান্তি আমার জীবন দর্শনের অন্যতম মূলনীতি। তিনি ঘােষণা করেছেন, বাংলাদেশ চায় বিশ্বের সর্বত্র শান্তি, তাকে সুসংহত করা হােক। বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযােগিতার অবসানের জন্য বঙ্গবন্ধু পুনরায় আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু আরাে বলেছেন, আজ বাংলার দুঃখী মানুষের ঘরে ভাত নেই, পরনের কাপড় নেই। এই ভুখানাঙ্গা মানুষকে বাঁচানাের জন্য আমাদের সংগ্রাম চলছে। আমাদের সংগ্রাম বুভুক্ষা, বেকারত্ব, দারিদ্র্য ও নিরক্ষরতার বিরুদ্ধে এই সংগ্রাম সফলভাবে সফলকাম হওয়ার জন্য আমাদের শান্তিপূর্ণ পরিবেশ হওয়া প্রয়ােজন। বঙ্গবন্ধু বলেন, উপমহাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়াকে শান্তির এলাকা ঘােষণার আহ্বানের জন্য আমি ইতােপূর্বেই জানিয়েছিলাম। বুধবার সকালে তিন দিনব্যাপী এশীয় শান্তি সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে বঙ্গবন্ধু এই ঘােষণা করেন। শেরে বাংলা নগরে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে জুলিও করি পদকে ভূষিত করা হয়। বঙ্গবন্ধু তার ভাষণে বলেন, জুলিও কুরি শান্তি পদক লাভের সম্মান কোনাে ব্যক্তি বিশেষের নয়। এই সম্মান আত্মদানকারী শহীদান ও স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের-জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতির-বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের।৯২

রেফারেন্স: ২৩ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!