বঙ্গবন্ধু জুলিও কুরি পদকে ভূষিত হচ্ছেন
ঢাকায় শুরু হচ্ছে ঐতিহাসিক এশীয় শান্তি সম্মেলন। শান্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিয়ে দেয়া হবে বিশ্বশান্তি পরিষদের সর্বশ্রেষ্ঠ সম্মানসূচক জুলিও কুরি পদক। স্বাধীন বাংলাদেশের সংগ্রামী মানুষ কাল বিশ্বের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তাদের ঘনিষ্ঠস্বজন ও প্রিয়তম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রাণের সমগ্র বহির্ভব দিয়ে আবার নতুন করে বরণ করে নেবে শান্তি আর কল্যাণের অগ্রদূত হিসেবে। শাশ্বত সূর্যের আলােস্নাত শ্বেত কপােতের পাখায় বাংলাদেশের সংগ্রামী মানুষ খুঁজে নেবে বেঁচে থাকার নতুন অভিজ্ঞান। বিশ্বজুড়ে আজ যুদ্ধবাজ ও সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের শক্তি কোনঠাসা হচ্ছে। শান্তি, স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা এবং মৈত্রী সুলভ সংহতি ও সহযােগিতার শক্তি ক্রমেই সব মহাদেশে অপরাজেয় রূপ নিচ্ছে। স্নায়ুযুদ্ধ ও সমরবাদীদের পিছু হটার এই মুহূর্তে শান্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সামাজিক প্রগতির পক্ষে সমস্ত মানুষ এখন একতাবদ্ধ হবে সুনিশ্চিত।৮৭
রেফারেন্স: ২২ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ