You dont have javascript enabled! Please enable it! 1973.05.18 | যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৫ লাখ টন খাদ্যশস্য দেবে | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৫ লাখ টন খাদ্যশস্য দেবে

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অতিরিক্ত ৫ লাখ টন খাদ্যশস্য দেয়ার অঙ্গীকার করেছে। ফলে চলতি সালে দেশের মােট ২৫ লাখ টন খাদ্য ঘাটতি মােকাবিলার প্রশ্নে সরকারের এ পর্যন্ত সংগৃহীত। খাদ্যশস্যের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৪০ হাজার টন। বাসস জানাচ্ছেন, চট্টগ্রাম বন্দর থেকে আনরবের তিনটি জাহাজ মিনি লেবার, মিনি সাকুরা এবং মিনি লাকমােট ৫ হাজার ২৫০ টন গম নিয়ে আজ বিকেলে নারায়ণগঞ্জ পৌছেছে। সরকারি এক সূত্রে এ কথা জানানাে হয়, ওয়াকিবহাল সূত্র থেকে এনা পরিবেশিত খবরে বলা হয় যে, অতিরিক্ত ৫ লাখ টন খাদ্যশস্য জাতিসংঘের ত্রাণ সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র সাহায্য হিসেবে দিচ্ছে। কোনাে কোনাে পত্রপত্রিকায় প্রকাশিত খবরে বলা হয় যে, উপরােক্ত খাদ্যশস্য পি-এল-৪৮০ কর্মসূচির মাধ্যমে দেয়া হচ্ছে। আসলে তা ঠিক নয়।
উল্লেখযােগ্য যে, বাংলাদেশ সরকার ইতােমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউরােপীয় অর্থনৈতিক গােষ্ঠীর মতাে সংস্থা থেকে ১০ লাখ ৪০ হাজার টন খাদ্যশস্য ক্রয় করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৫ লাখ টন খাদ্যশস্য দেয়ার অঙ্গীকার করায় চলতি সালে। দেশের মােট ঘাটতিতে মাত্র ১ লাখ ৬০ হাজার টনের ফাক অবশিষ্ট থাকছে।৭১

রেফারেন্স: ১৮ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ