You dont have javascript enabled! Please enable it!

ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব বঙ্গবন্ধু স্বহস্তে নিয়েছেন

ঢাকা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মন্ত্রিসভা থেকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী জনাব মিজানুর রহমান চৌধুরী তার পদত্যাগ পত্র দাখিল করেছেন এবং পদত্যাগপত্র গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী সাময়িকভাবে ত্রাণ ও পুনর্বাসন দফতরের দায়িত্ব পালন করবেন। বার্তা সংস্থা এনা জানাচ্ছেন, আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গণভবনে এই পদত্যাগের কথা ঘােষণা করা হয়। বঙ্গবন্ধুর মন্ত্রিসভার অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরীর এই আকস্মিক পদত্যাগের কোনাে কারণ জানা যায় নি। এ ব্যাপারে তার মন্তব্য জানার জন্য জনাব চৌধুরীর সঙ্গে যােগাযােগ করা সম্ভব হয় নি।৬৫

রেফারেন্স: ১৭ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!