You dont have javascript enabled! Please enable it!

ভাসানী কাল থেকে অনশন ধর্মঘট শুরু করছেন

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি প্রধান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ৩ দফা দাবি পূরণের উদ্দেশ্যে আগামীকাল মঙ্গলবার হতে অনশন ধর্মঘট করছেন। পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নিকটে সংবাদপত্রের মাধ্যমে একটি খােলা চিঠি প্রদান করে উক্ত সিদ্ধান্তের কথা জানানাে হয়। উক্ত বিজ্ঞপ্তি ও খােলা চিঠিতে সরকারকে অবিলম্বে দাবি পূরণ করে বৃদ্ধ নেতার জীবন রক্ষা করার জন্য আহ্বান জানানাে হয়। ভাসানী ন্যাপ যে ৩ দফা দাবি করেছে, তা হচ্ছে খাদ্য-বস্ত্র ও দ্রব্যমূল্য হ্রাস, দমন নীতি বন্ধ ও শিক্ষা, ব্যবসা, চাকুরী জনজীবনের সর্বত্র অরাজকতার অবসান ও জানমালের নিরাপত্তা বিধান। মেডিকেল বাের্ড গঠন ও ৩ দফা দাবি আদায়ের জন্য মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আমরণ অনশন ধর্মঘট চলাকালে প্রতিদিন তার স্বাস্থ্য সম্পর্কিত একটি বুলেটিন প্রকাশ করা হবে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল বাের্ড গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করে গতকাল রােববার পার্টির সম্পাদকমন্ডলীর একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।৪৮

রেফারেন্স: ১৩ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!