পাকিস্তানের সাথে বৈঠকে বসার আগে ভারত বাংলাদেশের অনুমতি নেবে
নয়াদিল্লি। পররাষ্ট্রমন্ত্রী শ্রী শরণ সিং রাজ্যসভায় বলেন যে, পাকিস্তানের সাথে সরকারি পর্যায়ে কোনাে আলাপ-আলােচনার সিদ্ধান্ত নিতে হলে তা বাংলাদেশ সরকারের সাথে আলাপ করে এবং অনুমতি নিয়েই করা হবে। ড. ভাই মহাবীর প্রশ্ন করেছিলেন যে, ভারত কি বাংলাদেশকে ডিঙ্গিয়ে পাকিস্তানের সাথে আরাে আলাপ-আলােচনা করবে। শ্ৰী শরণ সিং পরিষ্কারভাবে জানিয়ে দেন যে, না, পাকিস্তানের সাথে আরাে আলাপের কোনাে সিদ্ধান্ত নেয়া হলে তা বাংলাদেশের সাথে ব্যাপক আলােচনার পর বাংলাদেশ সরকারের সাথে সম্মতি নিয়েই করা হবে তার আগে নয়। শ্রী শরণ সিং আরাে বলেন যে, পাকিস্তানকে যে কোনাে অবস্থাতেই হােক বাংলাদেশ-যৌথ ঘােষণার মূল বিষয়গুলােকে মেনে নিতেই হবে। ১৯৭১ সালের পাক-ভারত বিরােধ থেকে উদ্ভূত সকল মানবিক সমস্যার সমাধানের সঠিক পথের নির্দেশই যৌথ ঘােষণায় বিধৃত হয়েছে বলে শ্রী শরণ সিং উল্লেখ করেন। পাকিস্তান এই প্রস্তাবে রাজী হবে বলে তিনি আশা করেন। পাকিস্তানের সাম্প্রতিক খবরে এ ব্যাপারে কোনাে সুস্পষ্ট ইঙ্গিত না থাকায় মনে হচ্ছে যে, পাকিস্তান তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে তেমন আগ্রহী নয়, কিন্তু ঔদাসীন্য বেশিদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়।৪৫
রেফারেন্স: ১২ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ