You dont have javascript enabled! Please enable it! 1973.05.09 | বাংলাদেশ রেলওয়ের প্রতিমাসে আড়াই কোটি টাকা আয় | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ রেলওয়ের প্রতিমাসে আড়াই কোটি টাকা আয়

যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলী জানান, বিভিন্ন অসুবিধা থাকা সত্ত্বেও বাংলাদেশ রেলওয়ে বর্তমানে প্রতি মাসে আড়াই কোটি টাকা আয় করছে। মন্ত্রী বুধবার রেলওয়ে ভবনে রেলওয়ে অফিসারদের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। জনাব মনসুর আলী আরাে জানান যে, এই পরিমাণ প্রাক স্বাধীনতাকালে সর্বোচ্চ পরিমাণ আয়ের চেয়ে মাত্র বিশ লক্ষ টাকা কম। অবশ্য বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বিনামাশুলে এবং খাদ্যশস্য অর্ধেক পরিবহন মাশুলে গমন করার পরেও বাংলাদেশ রেলওয়ে এই পরিমাণ আয় করেছে বলে তিনি জানিয়েছেন। যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলী রেলওয়েকে একটি গুরুত্বপূর্ণ যােগাযােগ ব্যবস্থায় পরিণত করার জন্য রেলওয়ে অফিসারদের তাদের দক্ষতা বাড়ানাের জন্য আহ্বান জানান। মন্ত্রী বলেন যে, রেলওয়ে আমাদের যােগাযােগ ব্যবস্থার প্রাণস্বরূপ। দেশের অর্থনৈতিক জীবন এই ব্যবস্থার দক্ষ কাজ চলার ওপর অনেকাংশ নির্ভরশীল। তিনি জানান যে, বাংলাদেশের রেল ব্যবস্থার মান সম্পর্কে আন্তর্জাতিক মহলের ধারণা খুব খারাপ। জনাব মনসুর আলী আমাদের জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রাণপণ কাজ করে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসা লাভ করার জন্য আহ্বান জানান।৩৫

রেফারেন্স: ৯ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ