হাসপাতালে মুক্তিযােদ্ধাদের ওপর হামলায় তদন্তের জন্য বঙ্গবন্ধুর নির্দেশ
একদল দুবৃত্ত সােমবার শেরে বাংলা নগরস্থ মুক্তিবাহিনীর হাসপাতাল তছনছ করে দেয়। তারা প্রকাশ্যে দিবালােকে প্রত্যক্ষভাবে পঙ্গু মুক্তিযােদ্ধাদের চিকিৎসা সরঞ্জাম বিনষ্ট করে, বিদেশি ও দেশি চিকিৎসক ও সেবিকাদের সাথে বর্বরের ন্যায় আচরণ করে। এই দুবৃত্তরা সমগ্র হাসপাতাল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। আমাদের দেশে আজ পর্যন্ত কোনাে হাসপাতালের রােগী, চিকিৎসক ও সেবিকাদের ওপর এমন নগ্ন হামলার নজির নেই। সকালে হাসপাতালে আউটডোের বিভাগে জনৈক। আহত মুক্তিযােদ্ধার সাথে পি. ডব্লিউ. ডি. বিভাগের জনৈক কর্মচারীর কথা কাটাকাটি হয়। এর পর উক্ত লােক এই বিভাগের দুইশতাধিক লােককে সাথে করে নিয়ে এসে হাসপাতালে তান্ডবের সৃষ্টি করে। আহত চিকিৎসাধীন মুক্তিযােদ্ধারা গতকাল হুইল চেয়ার ও ক্র্যাচে ভর দিয়ে মিছিল করে। গণভবনে জাতির পিতার কাছে অশ্রুসজল নয়নে এই ঘটনা বিবৃত করে। জাতির পিতা এই সম্পর্কে তদন্তের নির্দেশ দেন।২৬
রেফারেন্স: ৭ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ