You dont have javascript enabled! Please enable it! 1973.05.09 | বাংলাদেশ বিশ্ব শান্তিতে বিশ্বাসী- বঙ্গবন্ধু | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ বিশ্ব শান্তিতে বিশ্বাসী- বঙ্গবন্ধু

ঢাকা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে, বাংলাদেশ বিশ্বশান্তিতে বিশ্বাসী এবং ভারত-বাংলাদেশ যুক্ত ঘােষণা তার আন্তরিক অভিব্যক্তি। বর্তমানে পােল্যান্ডের ওয়ারশােতে অনুষ্ঠানরত বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির কাছে পাঠানাে এক বাণীতে তিনি একথা বলেন। তিনি সমাজবাদ সামন্তপ্রথা ও ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংগ্রামরত সকল নির্যাতিত জাতির সাথে বাংলাদেশের একাত্মতার কথা ঘােষণা করেন। বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তিতে বিশ্বাসী আর তাই উপমহাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও সকল মানবিক সমস্যা সমাধানের জন্য বলিষ্ঠ উদ্যোগ নিয়েছেন। বিশ্বশান্তি পরিষদের চলতি অধিবেশন উপলক্ষে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অস্ত্র সজ্জার প্রতিযােগিতা বিশ্ব শান্তির পক্ষে ব্যাঘাত সৃষ্টি করেছে। বৃহৎ শক্তিবর্গ ক্ষমতা লড়াইয়ে নিয়ােজিত আর তাই নির্যাতিত ও দারিদ্র পীড়িত মানুষের সমস্যা এখন উপেক্ষিত। বঙ্গবন্ধু তার বাণীতে আরাে বলেন, মানুষের ওপর মানুষের শােষণ একের ওপর অন্যের প্রভাব বিস্তার এবং মানবতার বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপের যে মনােভাব এখন লক্ষ্য করা যাচ্ছে, তা প্রতিরােধ করতে হলে সংহত প্রচেষ্টা তার একমাত্র পথ। বঙ্গবন্ধু বলেন যে, বাংলাদেশ নিরক্ষরতা ও বুভুক্ষার বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে। বাংলাদেশের মৌলনীতি হলাে কারাে প্রতি বিদ্বেষ নয়, সবারই প্রতি বন্ধুত্ব। বিশ্ব শান্তি পরিষদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে তিনি এই আশা করেন যে, মানব কল্যাণ পরিষদ এক নয়াদিগন্তের সন্ধান দেবে।৩২

রেফারেন্স: ৯ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ