দুর্নীতিপরায়ণ নেতৃত্ব থেকে দূরে থাকুন- তাজউদ্দীন আহমদ
অর্থ ও পাটমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেছেন, প্রকৃত আইনের শাসনের মাধ্যমেই সমাজবিরােধী, কালােবাজারী ও দুর্নীতিবাজদের উৎখাত করা সম্ভব। তিনি বলেন, এক দল শ্রমিকনেতারা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য শ্রমিক শ্রেণিকে সমাজবিরােধী কাজে নামানাের জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র করছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থে দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কাছ থেকে দূরে সরে থাকার জন্য তিনি শ্রমিক ও কৃষক সমাজের প্রতি আহ্বান জানান। গতকাল রবিবার কাপাসিয়া থানার অ্যাসােসিয়েশনের পক্ষ থেকে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ এবং এটর্নি জেনারেল জনাব ফকির শাহবুদ্দিনকে সংবর্ধনা জানানাে হয়। মন্ত্রী শ্রমিক সমাজের উদ্দেশ্যে বলেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যকে বানচাল করার উদ্দেশ্যে এই স্বার্থান্বেষী মহল তৎপর হয়ে উঠেছে। এই স্বার্থান্বেষী মহল উৎপাদন ব্যাহত করার জন্য শ্রমিক ও কৃষকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি এই স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রকে মােকাবেলা করার জন্য শ্রমিক ও কৃষক সমাজকে রুখে দাঁড়াবার আহ্বান জানান। মন্ত্রী বলেন, পুঁজিবাদী বিদেশি রাষ্ট্রের সাহায্য দানের ওপর নির্ভর করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না। তিনি ঐক্যবদ্ধ কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অর্থনীতির উন্নতির মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ প্রাণ আত্মাহুতি দিয়েছে। এদেশের স্বাধীনতা রক্ষার্থে এবং সার্বিক উন্নতির প্রয়ােজন হলে আমরাও রক্ত দিতে প্রস্তুত রয়েছি। কাপাসিয়া থানা অ্যাসােসিয়েশনের পক্ষ থেকে দেয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া থানা আওয়ামী লীগের জনাব মফিজ উদ্দিন আহমেদ।২২
রেফারেন্স: ৬ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ