পাঁচ সহস্রাধিক টন বীজ ধান আসছে- তাজউদ্দীন আহমদ
ঢাকা। আগামী বীজবপন মৌসুমের জন্য চলতি মাসের শেষের দিকে ৫ হাজার ২শ টনেরও বেশি বীজ ধান এসে পৌঁছাবে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ ম্যানিলা থেকে ফিরে এসে আজ সন্ধ্যায় এখানে তার বাসভবনে সাংবাদিকদের একথা বলেন। তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সম্মেলনে যােগদানের জন্য ম্যানিলা গিয়েছিলেন। অর্থমন্ত্রী বলেন যে, আন্তর্জাতিক ধান গবেষণা ইনষ্টিটিউট (ইরি) অথবা ফোর্ড ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশে একটি ধান গবেষণা কেন্দ্র স্থাপন করা যেতে পারে। এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন যে, বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে তিনি খুব ভালাে সাড়া পেয়েছেন। দেশ স্বাধীন হবার আগে এশীয় উন্নয়ন ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত বকেয়া ঋণ সম্পর্কে বাংলাদেশ সরকার এই উন্নয়ন ব্যাংকের সাথে পরে দ্বিপক্ষীয় আলােচনা করবে বলে অর্থমন্ত্রী বলেন। জনাব তাজউদ্দীন আহমদ ম্যানিলা অবস্থানকালে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস এবং অন্যান্য সরকারি নেতাদের সাথেও দেখা করেন। আজ ভােরে তিনি ম্যানিলা থেকে এখানে ফিরে আসেন।২
রেফারেন্স: ২ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ