You dont have javascript enabled! Please enable it!

মে দিবসের আলােচনা সভায় নেতাদের আহ্বান

জাতীয় শ্রমিক লীগের (শাহজাহান গ্রুপ) সভাপতি মােহাম্মদ শাজাহান শ্রমিকদেরকে নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া এবং সামাজিক বিপ্লবের জন্য প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন। রবিবার মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ (শাহজাহান) আয়ােজিত আলােচনা সভার সভাপতির ভাষণে জনাব মােহাম্মদ শাহজাহান আরাে বলেন যে, কোনাে ব্যক্তি বিশেষের বিশ্বাসঘাতকতা বাংলার মেহনতি মানুষের সংগ্রামকে বিনষ্ট করতে পারবে না। রবিবার ইসলামিক একাডেমী মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ (শাহজাহান) আয়ােজিত এই আলােচনা সভায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাংলা শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক লীগ (শাহজাহান), জাতীয় শ্রমিক পরিষদের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলা শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব নাসিম আলী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান খান, নিশাত জুট মিল ইউনিয়নের জনাব আব্দুল মান্নান, রব সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব আ. ফ. ম. মাহবুবুল হক, গণকণ্ঠ সম্পাদক কবি আল মাহমুদ, রব সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও গণকণ্ঠের কার্যনির্বাহী সম্পাদক জনাব আফতাব উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক লীগের (শাহজাহান) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মেসবাহ উদ্দিন এবং জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলােচনায় অংশগ্রহণ করেন। সভায় কবি আল মাহমুদ একটি স্বরচিত কবিতা পাঠ করেন। নেতৃবৃন্দ শ্রমিকদের মধ্যে বিপ্লবী ঐক্য গড়ে তােলার আহ্বান জানান। নেতৃবৃন্দ নিজেদের স্বার্থে শ্রমিকদের নিজেদের ভেতর থেকে নেতা নির্বাচনের পরামর্শ দিয়েছেন।১

রেফারেন্স: ১ মে ১৯৭৩, দৈনিক পূর্বদেশ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!