অসৎ ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত ও ব্যবস্থা গ্রহণের জন্য বঙ্গবন্ধুর নির্দেশ
কালােবাজারী এবং পারমিট বিক্রিসহ সকল ধরনের অসদুপায়ে লিপ্ত অবাঞ্ছিত ব্যবসায়ীদের তালিকা তৈরির জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবিবার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন। এদের বিরুদ্ধে যথাযথ তদন্ত চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ প্রদান করেন। রবিবার গণভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান ও সমবায় মন্ত্রী জনাব মতিউর রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। কালােবাজারী, অসদুপায় অবলম্বন এবং মজুতদারী পারমিট বিক্রিতে লিপ্ত হয়ে এরা দ্রব্যমূল্য বৃদ্ধি পরিস্থিতি সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু এসব ব্যবসায়ী পারমিট ও বর্তমান সুবিধা বাতিল করে তাদের বিরুদ্ধে প্রয়ােজনীয় ব্যবস্থা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নির্দেশ দিয়েছেন।
সূতা বণ্টন : বিভিন্ন মিলে পড়ে থাকা অব্যবহৃত ১৪ হাজার বেল সুতা জরুরি ভিত্তিতে তাঁতিদের মধ্যে বণ্টনের জন্য সম্মেলনে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভিন্ন সমবায়ের মাধ্যমে তাতিদের মধ্যে এই সুতা বিতরণ করা হবে। পরে এই সকল তাঁতির কাছ থেকে তৈরি কাপড় কিনে বাজারে ন্যায্য দরে বিক্রির জন্য সমবায়গুলােকে নির্দেশ দেয়া হয়েছে।৯০
রেফারেন্স: ২৯ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ