You dont have javascript enabled! Please enable it! 1973.04.22 | ঝড়বিধ্বস্ত এলাকাকে ‘দুর্গত এলাকা’ ঘােষণার দাবি- মওলানা ভাসানী | দৈনিক সংবাদ - সংগ্রামের নোটবুক

ঝড়বিধ্বস্ত এলাকাকে ‘দুর্গত এলাকা’ ঘােষণার দাবি- মওলানা ভাসানী

দেশের টর্নেডােয় বিধ্বস্ত এলাকাগুলােকে দুর্যোগকবলিত এলাকা বলে ঘােষণা করে জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মওলানা ভাসানী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফরিদপুর, মানিকগঞ্জ, সিলেট, ময়মনসিংহ প্রভৃতি এলাকায় দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ভাসানীপন্থী ন্যাপ প্রধান দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন। দলীয় প্রেসবিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এনা জানায় যে, মওলানা ভাসানী স্বাস্থ্যগত কারণে দুর্গত এলাকা সফরে মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য। সমর্থ ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।৬৯

রেফারেন্স: ২২ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ