টেস্ট রিলিফ বাবদ আরাে ৩ কোটি ৪৫ লাখ টাকা মঞ্জুর
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র দেশের উন্নয়নমূলক কাজের জন্য টেস্ট রিলিফ বাবদ ৩ কোটি ৪৫ লাখ টাকা মঞ্জুর করেছেন। এই অর্থ টেস্ট রিলিফ হিসেবে ইতােমধ্যে মঞ্জুরিকৃত ৫ কোটি টাকার অতিরিক্ত, গত শনিবার সরকারি সূত্র থেকে বাসস এই তথ্য জানতে পেরেছে। টেস্ট রিলিফ হিসেবে প্রদত্ত এই ৩ কোটি ৪৫ লাখ টাকা খাল এবং জলাশয় খনন ও পুনঃখনন এবং ছােটো ছােটো বাঁধ নির্মাণের কাজে খরচ করা হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় বেকার সমস্যা দূরীকরণের স্কিমগুলােতেও এই অর্থ ব্যয় করা হবে। উক্ত সূত্র থেকে বলা হয়েছে, যেসব দুঃস্থ পরিবারে উপার্জনক্ষম কোনাে ব্যক্তি নেই তাদের মধ্যে বণ্টনের জন্য সরকার চলতি মাসে ৪ লাখ মণ গম বরাদ্দ করেছে। প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গত জনগণের জন্য ইতােমধ্যে যে অর্থ দেয়া হয়েছে এই টাকা তার অতিরিক্ত।৬৭
রেফারেন্স: ২১ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ