You dont have javascript enabled! Please enable it!

মে মাসের শেষে ঢাকায় ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার হবে

বাংলাদেশ ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার করবে। গণহত্যা ও অন্যান্য অপরাধে তাদের বিচার করা হবে বলে সরকারি প্রেস বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এনা জানিয়েছে। মে মাসের শেষের দিকে ঢাকায় তাদের বিচার হবে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীদের বিচার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানাে হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, পাকিস্তানি দখলদার বাহিনী এবং সহযােগিদের অপরাধ সম্পর্কে তদন্ত প্রায় শেষ হয়েছে এবং এই তদন্তের ভিত্তিতে ১৯৫ জন ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, জেনেভা সম্মেলনের ৩ ধারা লঘন, হত্যা, ধর্ষণ, অগ্নি সংযােগ প্রভৃতি গুরুতর অভিযােগ আনা হয়েছে। সুপ্রীম কোর্টের বিচারপতি পদমর্যাদার বিচারপতি সমন্বয়ে গঠিত বিশেষ ট্রাইবুন্যালে বিচার হবে এবং এতে আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলা হবে। বিচারকালে উপস্থিত থাকার জন্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীদের আমন্ত্রণ জানান হবে। বিবাদীগণ তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী নিয়ােগ করতে পারবে। আগামী মাসের শেষের দিকে আসামীদের ট্রাইব্যুনাল সমক্ষে উপস্থিত করা হবে বলে আশা করা যাচ্ছে।৫৭

রেফারেন্স: ১৭ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!