লােভ-লালসা ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন-সৈয়দ নজরুল ইসলাম
নারায়ণগঞ্জ। “শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে ছাত্র সমাজকে তার নিজস্ব মননশীলতায় কষ্ট করে সকল প্রকার লােভ লালসা ত্যাগ করে নিজেদের বাংলাদেশকে সত্যিকারের সােনার বাংলা হিসেবে গড়ে তােলার জন্য কাজে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী জনাব সৈয়দ নজরুল ইসলাম আজ রােববার সকালে নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ জেলা মুজিববাদী ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দেওয়ার সময় উপরােক্ত মন্তব্য করেন। মন্ত্রী মহােদয় বলেন, ধ্বংসস্তুপের মাঝে বাংলাদেশের জন্ম এবং বাংলাদেশে সমস্যা থাকা স্বাভাবিক। আজকের সমস্যা শত শত বছরের শােষণ, উৎপীড়ন ও গােলামিরই ফলশ্রুতি। শুধু সমস্যার কথা মুখে না আওড়িয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। তিনি আরাে বলেন, একমাত্র কঠোর কর্ম ও পরিশ্রমের মাধ্যমেই সােনার বাংলার লুপ্ত শিল্পকে পুনরুদ্ধার করা সম্ভব। এ ক্ষেত্রে তিনি সােভিয়েত জনগণের ৫০ বছরের সংগ্রাম ও উন্নতি লাভের আদর্শ থেকে শিক্ষা গ্রহণের জন্য সকলের প্রতি পরামর্শ দেন। নারায়ণগঞ্জ জেলা মুজিববাদী ছাত্রলীগের সভাপতি জনাব শরীফউদ্দিন রবির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে পূর্বাহ্নে বক্তৃতা করেন আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির চিফ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন, মুজিববাদী ছাত্রলীগের সভাপতি জনাব শেখ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম এ রশিদ সহ অন্যান্য কেন্দ্রীয় মুজিববাদী ছাত্রলীগ নেতা।৫৫
রেফারেন্স: ১৫ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ