You dont have javascript enabled! Please enable it! 1973.04.13 | পাকিস্তানে আটক বাঙালিদের ওপর নির্যাতন দিন দিন বেড়ে চলেছে | দৈনিক সংবাদ - সংগ্রামের নোটবুক

পাকিস্তানে আটক বাঙালিদের ওপর নির্যাতন দিন দিন বেড়ে চলেছে

ঢাকা। পাকিস্তানে আটক বাঙালিদের ওপর অত্যাচার ও অমানবিক নির্যাতন দিন দিন বেড়ে চলেছে। করাচীর একটি বন্দিশিবির থেকে পালিয়ে আশা যশােরের জনৈক যুবক বিপি আইকে জানান যে, পাকিস্তানে আটক বাঙালিরা চরম দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। তিনি বলেন, চলতি সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে মুসা কলােনির বন্দিশিবিরে পাকিস্তানি সৈন্যরা দুজন বেসামরিক বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। বাঙালি নৌ অফিসারদের প্রতিও অমানবিক ব্যবহার করা হচ্ছে। তীব্র রােদের মধ্যে তাদের দিয়ে ইট ভাঙানাে হচ্ছে। জনৈক নৌ অফিসারের ছেলে অলিওর রহমানের দাঁত জোর করে উঠিয়ে নেয়া হয়েছে বলে তিনি জানান। যুবকটি কান্নাজড়িত কণ্ঠে আরাে জানায় যে, আটক বাঙালিদের প্রয়ােজনীয় খাদ্য, বস্ত্র ও ঔষধপত্র দেয়া হচ্ছে না। ফলে ছেলে, বুড়ােরা নির্বিচারে মৃত্যুব্রণ করছে। তিনি বলেন, বিভিন্ন মানবিক সংস্থার কর্মকর্তারা যখন বন্দি শিবিরগুলাে পরিদর্শন করতে আসেন, পাকিস্তান সামরিক অফিসারগণও তাদের সঙ্গে থাকেন। কাজেই বাঙালিরা তাদের দুঃখ দুর্দশার কথা তাদের জানাতে পারে না। যদি কোনাে ব্যক্তি দুর্দশার কথা জানান, তাকে পরদিন পাকিস্তান বাহিনীর অত্যাচারের শিকার হতে হয়। পালিয়ে আসা যুবকটির মতে, আটক বাঙালিদের যদি শীঘ্রই ফিরিয়ে আনা না হয়, ক্ষিধের জ্বালাতেই কয়েক হাজার মৃত্যুবরণ করবে। যুবকটি সংবাদ সংস্থাকে তার নাম প্রকাশ না করতে অনুরােধ করেন, কারণ এতে পাকিস্তানে আটক তার আত্মীয় স্বজনের জীবন অনিশ্চিত হয়ে উঠতে পারে।৫২

রেফারেন্স: ১৩ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ