বাঙালিদের ফেরত আনতে জাতিসংঘের জাহাজ দিন— ওয়াল্ড হেইমের প্রতি বঙ্গবন্ধু
জাতিসংঘ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ হাজার বাঙালিকে পাকিস্তান। থেকে স্বদেশে ফিরে আসতে জাতিসংঘের সাহায্য কামনা করেছেন। মহাসচিব কুর্ট ওয়ার্ল্ড হেইমের কাছে প্রেরিত এক পত্রে প্রধানমন্ত্রী জাতিসংঘের পতাকাবাহী একটি জাহাজ দিয়ে উপমহাদেশের রাষ্ট্রগুলাের মধ্যকার আবহাওয়া উন্নত করার অনুরােধ জানিয়েছেন। বাংলাদেশ ছাড়া পাওয়া বাঙালিদের বিনিময়ে ২০ হাজার পাকিস্তানিকে চট্টগ্রাম থেকে করাচী পাঠানাের প্রস্তাব দিয়েছে। নিউইয়র্কের ওয়াকিফহাল মহল এই মর্মে আভাস দিয়েছে যে, জাতিসংঘ মহলে শেখ মুজিবুর রহমানের মানবিক উদ্যোগকে স্বাগত জানানাে হয়েছে এবং তার অনুরােধ মহাসচিবের সহানুভূতিশীল বিবেচনায় রয়েছে।৪৪
রেফারেন্স: ১১ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ