You dont have javascript enabled! Please enable it! 1973.04.08 | যুদ্ধাপরাধীদের বিনা বিচারে ছেড়ে দেয়ার পাঁয়তারা চলছে | দৈনিক সংবাদ - সংগ্রামের নোটবুক

যুদ্ধাপরাধীদের বিনা বিচারে ছেড়ে দেয়ার পাঁয়তারা চলছে

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি মেজর জলিল ও সাধারণ সম্পাদক জনাব আ স ম আব্দুর রব এক বিবৃতিতে অভিযােগ এনেছেন যে, বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে দীর্ঘদিন ধরে টালবাহানা শুরু করেছে। জাসদ নেতৃবৃন্দ মনে করেন যে, পাকিস্তানি নরপশুদের বাংলাদেশের মাটিতে বিচারের সার্বজনীন দাবিকে উপেক্ষা করে সরকার সাম্রাজ্যবাদীদের চাপের নিকট নতি স্বীকার করে যুদ্ধাপরাধীদের বিনা বিচারে মুক্তিদানের পাঁয়তারা করছে। পূর্ব ঘােষিত বারােশর পরিবর্তে মাত্র দুইশ যুদ্ধাপরাধীর বিচার করা হবে বলে খবর প্রকাশিত হওয়ায় এবং যুদ্ধবন্দি ও যুদ্ধাপরাধীর ব্যাপার একত্র হয়ে যাওয়ায় পরিস্থিতি আরাে জটিল হয়ে উঠছে। জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক সরকারের এইসব নীতিকে টালবাহানা বলে অভিহিত করে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার দাবি জানিয়েছেন। সাথে সাথে পাকিস্তানে আটক বাঙালিদের স্বদেশে ফিরিয়ে আনার সক্রিয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা সরকারের নিকট দাবি জানিয়েছেন।

রেফারেন্স: ৮ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ