স্বাস্থ্য ও অন্নবস্ত্রের নিশ্চয়তা বিধানই লক্ষ্য- বঙ্গবন্ধু
আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস। দেশের সর্বত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ উদযাপিত হবে। রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী দিবসটি উদ্বোধন করবেন। এতদুপলক্ষে প্রদত্ত বাণীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশা প্রকাশ করেন যে, এই সংস্থার সক্রিয় সহযােগিতা বাংলাদেশ সরকারের গণমুখী চিকিৎসার আদর্শ বাস্তবায়িত করতে সাহায্য করবে। বঙ্গবন্ধু বলেছেন, ‘হু’ এর আদর্শ ‘গৃহই স্বাস্থ্যের সূচনা বাস্তবায়নের জন্য পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্যকর পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করতে হবে। এভাবে গড়ে তােলা যাবে একটি সুস্থ বিশ্ব সমাজ। সরকারের স্বাস্থ্য কর্মসূচি বিবৃত করে বাণীতে বঙ্গবন্ধু বলেছেন, একদিকে প্রতিটি মানুষকে সুস্থ, সবল ও দীর্ঘায়ু করা অন্য দিকে পরিবার পরিকল্পনার মাধ্যমে অন্ন, বস্ত্র, বাসস্থান ও আনুষঙ্গিক প্রয়ােজনের হাত থেকে দেশকে মুক্ত করা সরকারের লক্ষ্য। ১৯৭২ সালের মে মাসে স্বাস্থ্য সংস্থা এ দেশের সদস্যপদ লাভের পটভূমিও বঙ্গবন্ধু উল্লেখ করেন। রাষ্ট্রপতি জনাব বিচারপতি আবু সাঈদ চৌধুরী বিকেল ৩.২০ মিটিটে পােস্ট গ্র্যাজুয়েট মেডিসিন ইন্সটিটিউটের মিলনায়তনে এক অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ছাত্রদের জাতীয় রচনা প্রতিযােগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। বাংলা রচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুলের রুহিনা তাসমিন জামান প্রথম এবং সরকারি ল্যাবরেটরি স্কুলের মাে. ঈসা চৌধুরী দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। ইংরেজি রচনায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের মহিউদ্দিন এবং ঢাকার ভিকারুন্নেসা গার্লস হাইস্কুলের আলেয়া রওশন আরা আহমদ যথাক্রম প্রথম ও দ্বিতীয় হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত জাতীয় স্বাস্থ্য দিবস উদযাপন কমিটি সেমিনার ও প্রদর্শনী, সিম্পােজিয়াম, শিশু প্রদর্শনী, রচনা প্রতিযােগিতা এবং স্মারক টিকেট প্রকাশের আয়ােজন করেছে। স্বাস্থ্য মন্ত্রী বিশ্ববিদ্যালয় লাইব্রেরি মিলনায়তনে বিকেল ৫টায় ‘গৃহেই স্বাস্থ্যের সূচনা পর্যায়ে সেমিনার উদ্বোধন করবেন।২৫
রেফারেন্স: ৭ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ