You dont have javascript enabled! Please enable it!

রাজনৈতিক হত্যা বন্ধ করবােই- বঙ্গবন্ধু

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদে জাতিকে আশ্বাস দিয়েছেন যে, সরকার জনগণের সহায়তায় রাজনৈতিক কর্মীদের গােপন হত্যাকাণ্ডে লিপ্ত দুবৃত্তদের উচ্ছেদ করবে। সংসদের নেতা বঙ্গবন্ধুর সাবেক গণপরিষদ সদস্য জনাব সওগাতুল আলম ও জনাব আব্দুর রবের মৃত্যুতে অধ্যক্ষ উত্থাপিত শােক প্রস্তাবের ওপর বক্তৃতা করছিলেন। বঙ্গবন্ধু বলেন, বহু সংখ্যক আওয়ামী লীগ কর্মীর হত্যায় গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। রাতের অন্ধকারে কমপক্ষে ১৩২ জন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী গণবিরােধীদের উচ্ছেদ করার জন্য সরকারের দৃঢ়তা জানানাের সময়। ঘােষণা করেন যে, সারাদেশ স্বাধীনতার জন্য লড়াই করেছে, তারা আজ দুবৃত্তদের হাতে নিহত হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আবেগে আপ্লুত কণ্ঠে বঙ্গবন্ধু বলেন, সরকার জনগণের সহযােগিতায় বাংলার মাটি থেকে এদের উৎখাত করবে। বঙ্গবন্ধু বলেন, যারা দেশে সন্ত্রাস ও গুপ্ত হত্যা চালাচ্ছে তারা চোর ডাকাত ছাড়া কিছুই নয়। এসব চলতে দেয়া যেতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি বর্বরবাহিনী বহু আওয়ামী লীগ কর্মীকে হত্যা করেছে। এসব দেশপ্রেমিক মুক্তিযােদ্ধারা কিভাবে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে এবং নিহত হয়েছে তিনি তা সংক্ষেপে বর্ণনা করেন। বঙ্গবন্ধু পাবনার আব্দুর রব ও মঠবাড়িয়ার সওগাতুল আলম সিদ্দিকীর সঙ্গে তার দীর্ঘদিনের সাহচর্যের কথা উল্লেখ করেন। বঙ্গবন্ধু বলেন তারা সকল গণআন্দোলনের সঙ্গে ছিলেন। এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবদান রেখে গেছেন।২৬

রেফারেন্স: ৭ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!