You dont have javascript enabled! Please enable it! 1973.04.06 | পাকিস্তানি আমলের ঋণ পরিশােধের প্রশ্নই ওঠে না— তাজউদ্দীন আহমদ | দৈনিক সংবাদ - সংগ্রামের নোটবুক

পাকিস্তানি আমলের ঋণ পরিশােধের প্রশ্নই ওঠে না— তাজউদ্দীন আহমদ

অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেছেন, বাংলাদেশের অভ্যুদয়ের আগে পাকিস্তানকে প্রদত্ত বৈদেশিক ঋণ নেয়ার প্রশ্ন উঠতে পারে না, কেননা ঋণ পাকিস্তানকে দেয়া হয়েছিল বাংলাদেশকে নয়। অর্থমন্ত্রী শুক্রবার বিকেলে সচিবালয়ে তার দফতরে ৫টি পশ্চিম জার্মান সংবাদপত্রে লন্ডনস্থ প্রতিনিধি মি. ডিয়েটার স্পাডাকের সাথে আলাপকালে এ কথা বলেছেন, বাংলাদেশের অভ্যুদয় শান্তিপূর্ণভাবে হয়নি। ৩০ লাখ মানুষের জীবন দিতে হয়েছে। তিনি বলেন, পাকিস্তান আওয়ামী লীগ অর্থ তহবিলে ও স্টেট ব্যাংকে তার মজুদ স্বর্ণের ভাগ বাংলাদেশকে দেয়নি, তবে ‘বাংলাদেশ কেন তার দায়ের ভাগ নেবে। তিনি আরাে বলেন যে, স্বীকৃতি একতরফা ব্যাপার নয়, উভয়েরই উভয়কেই স্বীকৃতি দিতে হয়। জনাব তাজউদ্দীন অপর এক প্রশ্নের জবাবে বলেছেন, বাংলাদেশে আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবােই। এ সমাজতন্ত্র সােভিয়েত রাশিয়া বা চীনের ধরনের হবে না। তা হবে বাংলাদেশের নিজস্ব। আমরা গণতন্ত্র ও সমাজতন্ত্রের মধ্যে শুভপরিণয় ঘটাবাে যা বিশ্বে সচরাচর হয় না।”২৩

রেফারেন্স: ৬ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ