You dont have javascript enabled! Please enable it!

বিচারের জন্যে যুদ্ধাপরাধীদের মে মাসে ঢাকায় আনা হবে

পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য আইন প্রণয়ন এক রকম চূড়ান্ত হয়ে গেছে এবং জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে অনুমােদনের জন্য তা পেশ করা হবে। ১০ এপ্রিল জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে। আইন দফতরের ঘনিষ্ঠ মহল এনাকে বলেছেন যে, বিচারের পদ্ধতি সম্বলিত একটি অর্ডিন্যান্স জারির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানি যুদ্ধাপরাধীদের কৃত অপরাধ সম্পর্কে তদন্তকার্য এগিয়ে গেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত তালিকা তৈরি হতে পারে। তালিকা চূড়ান্ত করার পরেই বাংলাদেশ সরকার মে মাসে বিচার অনুষ্ঠানের জন্য সমস্ত যুদ্ধাপরাধীদের ঢাকায় নিয়ে আসবে। বিচারের সম্ভাব্য তারিখ সম্পর্কে সরকারিভাবে কোনাে মন্তব্য জানা যায়নি। এ পর্যন্ত ২৫ জন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মামলা তৈরি করা হয়েছে। সরকারি সিদ্ধান্তের পরেই যুদ্ধাপরাধীদের জিজ্ঞাসাবাদ করার জন্য ভারতে যাওয়া হবে। উল্লেখযােগ্য যে, সাবেক আইনমন্ত্রী (বর্তমান পররাষ্ট্রমন্ত্রী) ড. কামাল হােসেন সম্প্রতি লন্ডনে বলেছিলেন যে, এ বছরের মে মাসের শেষের দিকে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে।২৪

রেফারেন্স: ৬ এপ্রিল ১৯৭৩, দৈনিক সংবাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!